Sports News: বারুইপুরে প্রথম জেলাভিত্তিক স্কেটিং প্রতিযোগিতা
- Reported by:SUMAN SAHA
- Published by:Ananya Chakraborty
Last Updated:
৫০০ মিটার, ১ কিলোমিটার ও ২ কিলোমিটারের ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।
দক্ষিণ ২৪ পরগনা: জেলার প্রথম স্কেটিং প্রতিযোগিতা আয়োজিত হল বারুইপুরে। এখানকার রাসমণি বালিকা বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আসর বসে। প্রতিযোগীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
এই স্কেটিং প্রতিযোগিতা আয়োজন করে দক্ষিণ ২৪ পরগনা জেলা স্কেটিং সংস্থা। উপস্থিত ছিলেন বারুইপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর স্বপন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় একশো প্রতিযোগী অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, জেলার বেশ কিছু জায়গায় স্কেটিং প্রশিক্ষণ দেওয়া হলেও পরিকাঠামোর অভাব আছে। সেই কারণে মূলত রাস্তার মধ্যেই চলে প্রশিক্ষণ।
advertisement
advertisement
৫০০ মিটার, ১ কিলোমিটার ও ২ কিলোমিটারের ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা শুরু হয় সকাল ৯ টা নাগাদ, শেষ হয় দুপুর আড়াইটেতে।
advertisement
আগামী দিনে বারুইপুর সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে স্কেটিং প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। প্রথমবার জেলায় স্কেটিং প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় খুশি প্রতিযোগীরাও।
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 18, 2023 4:27 PM IST






