উত্তর দিনাজপুরের শ্রীমতি নদী সংস্কারে এগিয়ে এল কালিয়াগঞ্জ পুরসভা। ফলে হারানো শ্রী ফিরতে চলেছে শ্রীমতি নদীর। দীর্ঘদিন ধরে এই নদী সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে সেই দাবি পূরণ হতে চলেছে। কালিয়াগঞ্জের শান্তি কলোনিতে অবস্থিত শ্রীমতি নদীর সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ইদে বাইকের দাপাদাপি ঠেকাতে আগাম পদক্ষেপ পুলিশের
advertisement
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, একসময় এই শ্রীমতি নদী দিয়ে জল বয়ে যেত। ভালই স্রোত ছিল। কিন্তু ক্রমাগত আবর্জনা জমতে জমতে এটির জলের স্রোত এক সময় অবরুদ্ধ হয়ে পড়ে। এলাকার মানুষ এই নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করতে শুরু করে! এর পরিণতি যা হওয়ার তাই হয়, শুকিয়ে মজে গিয়ে জমিতে পরিণত হয়। কিন্তু একটি নদী এইভাবে হারিয়ে গেলে অন্য অনেক সমস্যা দেখা দেয়। বিশেষ করে এলাকার নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে।
আর তাই হারিয়ে যাওয়া শ্রীমতি নদীতে জলস্রোত ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে শ্রমিকদের দিয়ে আবর্জনা পরিষ্কারের কাজ করা হচ্ছে। এই পর্বের কাজ মিটলে নদী খাত সংস্কারের মূল পর্বের কাজে হাত দেবে কালিয়াগঞ্জ পুরসভা। হারিয়ে যাওয়ার নদীতে জলস্রোত ফিরিয়ে আনার এই উদ্যোগে খুশি কালিয়াগঞ্জের মানুষ।
পিয়া গুপ্তা