TRENDING:

Uttar Dinajpur News: আবর্জনা পড়ে পড়ে নদী হয়ে উঠেছিল চাষের জমি! সেখানেই আবার ফিরছে জলের স্রোত

Last Updated:

এই শ্রীমতি নদী দিয়ে জল বয়ে যেত। ভাল‌ই স্রোত ছিল। কিন্তু ক্রমাগত আবর্জনা জমতে জমতে এটির জলের স্রোত এক সময় অবরুদ্ধ হয়ে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: ছিল নদী। কিন্তু সেখানে নোংরা আবর্জনা জমতে জমতে তা হয়ে উঠেছিল চাষের জমি! কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর এটাই বাস্তব পরিস্থিতি। তবে শেষ পর্যন্ত আবার নিজের পুরনো রূপ ফিরে পেতে চলেছে এই নদী।
advertisement

উত্তর দিনাজপুরের শ্রীমতি নদী সংস্কারে এগিয়ে এল কালিয়াগঞ্জ পুরসভা। ফলে হারানো শ্রী ফিরতে চলেছে শ্রীমতি নদীর। দীর্ঘদিন ধরে এই নদী সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে সেই দাবি পূরণ হতে চলেছে। কালিয়াগঞ্জের শান্তি কলোনিতে অবস্থিত শ্রীমতি নদীর সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ইদে বাইকের দাপাদাপি ঠেকাতে আগাম পদক্ষেপ পুলিশের

advertisement

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, একসময় এই শ্রীমতি নদী দিয়ে জল বয়ে যেত। ভাল‌ই স্রোত ছিল। কিন্তু ক্রমাগত আবর্জনা জমতে জমতে এটির জলের স্রোত এক সময় অবরুদ্ধ হয়ে পড়ে। এলাকার মানুষ এই নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করতে শুরু করে! এর পরিণতি যা হওয়ার তাই হয়, শুকিয়ে মজে গিয়ে জমিতে পরিণত হয়। কিন্তু একটি নদী এইভাবে হারিয়ে গেলে অন্য অনেক সমস্যা দেখা দেয়। বিশেষ করে এলাকার নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে।

advertisement

View More

আর তাই হারিয়ে যাওয়া শ্রীমতি নদীতে জলস্রোত ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে শ্রমিকদের দিয়ে আবর্জনা পরিষ্কারের কাজ করা হচ্ছে। এই পর্বের কাজ মিটলে নদী খাত সংস্কারের মূল পর্বের কাজে হাত দেবে কালিয়াগঞ্জ পুরসভা। হারিয়ে যাওয়ার নদীতে জলস্রোত ফিরিয়ে আনার এই উদ্যোগে খুশি কালিয়াগঞ্জের মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পিয়া গুপ্তা

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: আবর্জনা পড়ে পড়ে নদী হয়ে উঠেছিল চাষের জমি! সেখানেই আবার ফিরছে জলের স্রোত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল