আরও পড়ুন: স্পিড বোর্ডের পাখায় ক্ষতবিক্ষত পর্যটক, দিঘায় সমুদ্রস্নানে নেমে ভয়ঙ্কর পরিণতি
আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা হয়। ইতিমধ্যেই মৃৎশিল্পীরা ধন দেবীকে সাজিয়ে তুলতে জোরকদমে ব্যস্ত হয়ে পড়েছেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের টেরাকোটা গ্রামের শিল্পিরা এখন ব্যস্ত লক্ষ্মী প্রতিমা তৈরিতে। আর চারদিন বাদে অর্থাৎ রবিবার লক্ষ্মীপুজো। তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই। দিনরাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত তাঁরা। খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেওয়া হয়েছে মাটির প্রলেপ। চলছে রোদে শুকিয়ে রং করা ও অলঙ্কার পরানোর কাজ।
advertisement
মৃৎশিল্পী ঝর্না পাল বলেন, দুর্গাপুজোতে সমস্ত অফিস-কাছারি বন্ধ থাকলেও আমাদের ছুটি নেই। দুর্গাপুজোর ক’দিন পরই লক্ষ্মীপুজো হওয়ায় বিশ্রাম নেওয়ার সময় মেলে না। তাই দুর্গাপুজো থেকেই দিনরাত লক্ষ্মী প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে যায়। তবে এই বছর খাটুনি অনুপাতে তেমন দাম মিলছে না বলে জানিয়েছেন এই প্রতিমা শিল্পী। কাঁচামালের দাম বাড়ায় সমস্যা আরও বেড়েছে।
পিয়া গুপ্তা