কচি অবস্থায় লিচু পড়ে যাওয়া,ফেটে যাওয়া, ফলের গায়ে ফোস্কার মতো দাগ হওয়া,বা লিচুর গোড়ায় পোকা হয়ে যাওয়া। কিন্তু কীভাবে পরিচর্যা করলে এই সমস্যাগুলোর হাত থেকে নিস্তার মিলবে? লিচুর উন্নত মানের ভাল ফলন পেতে গুটি আসার পর থেকে শুরু করে দিতে হবে পরিচর্যা। কৃষি বিশেষজ্ঞ তারা প্রসাদ জানান, এই সময় লিচু গাছে মটর দানার আকৃতির গুটি চলে এসেছে এই সময় জল সেচ করতে হবে। তবে এই সময় প্রয়োজন মাফিক হালকা সেচ দিয়ে মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে।
advertisement
আরও পড়ুন:দ্বিতীয় দফায় ৩ কেন্দ্রে ভোট, রায়গঞ্জে প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী কে? শিক্ষায় এগিয়ে কে?
এটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ মাটি একবারে শুকিয়ে যাওয়ার পর জল সেচ দিলে জলের আর্দ্রতার তারতম্যের কারণে ফল ঝরে যাওয়া ও ফেটে যাওয়ার সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তিন থেকে চার দিন অন্তর অন্তর গাছের পাতায়হালকা করে জল স্প্রে করতে হবে এতে পোকামাকড় কিংবা ধুলোবালি গাছে থাকলে ধুয়ে যাবে। এছাড়াও লিচু গাছে সপ্তাহে দুদিন অন্তর অন্তর জল দিতে হবে। এইভাবেই বাগান নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই লিচু গাছে দুর্দান্ত ফলন পাবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পিয়া গুপ্তা





