চিন দেশের বিখ্যাত ফুরুস ফুল এখনউত্তর দিনাজপুর জেলাতেও চাষ করছেন গোবিন্দ সাহা । গোবিন্দ সাহা জানান এই ফুল চাষ করার প্রধান কারণ হল একদিকে যেমন এই ফুল বাড়ির সৌন্দর্য্য বৃদ্ধি করবে অন্যদিকে এই গাছের চারা বিক্রি করতে পারলেও ভাল টাকা আয় হবে। জানা যায় ফুরুসের বৈজ্ঞানিক নাম Lagerstroemia Indica হওয়ায় একে অনেকে দেশি ফুরুস বলতে পছন্দ করে।
advertisement
আরও পড়ুন: মুকুটমণিপুর ঘুরবেন! তাও মাত্র ৫০ টাকায়! কীভাবে? জানুন বিস্তারিত
আরও পড়ুন:
যদিও এটি আমাদের দেশের গাছ নয়, এটি দক্ষিণ এশিয়া বা এর আশপাশের গাছ। মূলত এই ফুল গাছের আদি নিবাস চিন। তবে এই জেলার মাটিতে এখন শোভাবর্ধন করে রয়েছে এই ফুরুস। বর্ণবৈচিত্রর জন্যগাছ প্রেমীদের কাছেও ফুরুস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গাছ প্রেমী গোবিন্দ সাহা জানান ফুরুস গাছ প্রায় চার মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এটি ডালপালা ভরা পত্রমোচী গাছ। বর্ষাকালে ডালের আগায় ছোট ছোট ফুলের অনেক বড় বড় থোকা হয়।জানা যায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ফুল ফোটে। শীত চলে আসলে এই ফুলের ও আর দেখা পাওয়া যায় না।
পিয়া গুপ্তা