Travel-Mukutmanipur: মুকুটমণিপুর ঘুরবেন! তাও মাত্র ৫০ টাকায়! কীভাবে? জানুন বিস্তারিত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Travel-Mukutmanipur: মাত্র ৫০ টাকায় মুকুটমণিপুর? অবিশ্বাস্য! জানুন
বাঁকুড়া: এবার মুকুটমণিপুর এলে অতি স্বল্প মূল্যে পেয়ে যাবেন ইকো সাইকেল। অর্থাৎ একদম ইকো ফ্রেন্ডলি ভাবে যাতায়াত করার সুযোগ তাও আবার মুকুটমণিপুরের মনোরম পরিবেশে সাইকেলের মাধ্যমে। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা সবসময়ই চায় একটু অফ ট্রাক জায়গাগুলিতে পৌঁছতে। অনেক সময় দেখা গেছে কিছু কিছু রাস্তা অত্যন্ত শুরু হওয়ার কারণে গাড়ি বা মোটরসাইকেল কোন কিছুই প্রবেশ করতে পারে না ফলেই সেই লুকোনো জায়গা গুলি লুকোনোই থেকে যায় সারা জীবন।
খাতরা সাব ডিভিশনের তরফে এবং মুকুটমণিপুর উন্নয়ন দফতরের তত্ত্বাবধানে শুরু হয়েছে ইকো সাইকেল পরিষেবা। মাত্র ৫০ টাকা মূল্যে প্রতি ঘণ্টায় এই সাইকেল পাওয়া যাবে। অনলাইনে বুক করা যাবে ইকো সাইকেল। সবথেকে মজার বিষয় হল রয়েছে দুই সিটওয়ালা ডাবল প্যাডেল সাইকেলও অর্থাৎ দুই-জন মিলে চালাতে পারবেন একটি সাইকেল। মুকুটমণিপুরের মূল সৌন্দর্য তার কংসাবতী ড্যাম এবং সেই সংলগ্ন এলাকায় থাকলেও মুকুটমণিপুরে লুকিয়ে রয়েছে বহু লুকোনো হিডেন স্পট।
advertisement
advertisement
সেই লুকোনো জায়গাগুলোতে যাতে খুব সহজেই যাওয়া যায় তার জন্যই এই ইকো সাইকেলের ব্যবস্থা। মুকুটমণিপুর ড্যামের রাস্তায় যাওয়ার একটু আগেই চারটি ট্রেল একটি লিফলেটের মাধ্যমে স্পষ্ট বলে দেয়া হয়েছে। এই ইকো সাইকেলে চড়ে যাওয়া যায় চারটি রাস্তায়।বাইরে থেকে আগত পর্যটকেরা এই সাইকেলের পরিষেবা পেয়ে যথেষ্ট খুশি। এবং কেউ কেউ মনে করছেন প্রতিবার মুকুটমণিপুর এসে ইকো সাইকেল ব্যবহার করেই ঘুরে বেড়াবেন। ইকো সাইকেল শুধু নামেই ইকো নয় কাজেও পরিবেশবান্ধব। প্রাকৃতিক সৌন্দর্যে মোরা মুকুটমণিপুরের পরিবেশ স্বচ্ছ রাখতে ইকো সাইকেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে এমনটাই মনে করছেন বহু মানুষ।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 8:41 PM IST