Knowledge Story: সুইচ বোর্ডের সকেটের উপরে সবথেকে বড় একটা ছিদ্র কেন থাকে? জানলে চমকে যাবেন
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Knowledge Story: সুইচ বোর্ডে একটি বড় ছিদ্রও রয়েছে। কিন্তু, অনেকেই জানেন না যে, ইলেকট্রিক সুইচ বোর্ডের সকেটের উপরে সবথেকে বড় ছিদ্র কেন করা থাকে!
advertisement
আমাদের দেশে অর্থাৎ ভারতে কেউ যখন নিজেদের বাড়িতে ইলেকট্রনিক সুইচ বোর্ডের সকেট দেখেন, তখন দেখতে পাবেন যে এতে তিনটি বা ৫টি ছিদ্র রয়েছে। তিনটি ছিদ্রের মধ্যে উপরে সবথেকে বড় একটি ছিদ্র দেখা যায়, আবার ৫টি ছিদ্রের মধ্যে উপরে সবথেকে বড় একটি ছিদ্র দেখা যায়। এদের মধ্যে মিল হল সবার উপরে একটা বড় ছিদ্র। কিন্তু, অনেকেই হয়তো জানেন না যে, এর সঠিক কারণ কী!
advertisement
ইলেকট্রনিক সুইচ বোর্ডের নিচে থাকা ছিদ্রের মধ্যে একটিতে কারেন্ট প্রবাহিত হয় এবং অন্যটি নিউট্রাল। এই ছিদ্রগুলির মাধ্যমে, ফোন চার্জ করা বা কেবল তারের সঙ্গে সংযোগ করেও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মেশিন আরামে চালানো যেতে পারে। কিন্তু এর উপরে একটা বড় ছিদ্র থাকে কেনআসলে এসি, টিভি বা ল্যাপটপ চার্জারের মতো অনেক ইলেকট্রনিক মেশিনে তিনটি প্লাগ পাওয়া যায়। কেউ যদি এই প্লাগগুলি খুলে কেবল তারটি দেখেন, তাহলে তিনি দেখতে পাবেন যে কেবল দুটি তার ভিতরে থেকে বেরিয়ে আসছে। কেউ চাইলে এই দুটি তারের সংযোগ করেও সেই মেশিনটি চালাতে পারেন।
advertisement
advertisement