TRENDING:

Egg Lolipop: চিকেনে অরুচি? এবার চেখে দেখুন নামমাত্র দামে 'এগ ললিপপ', র‌ইল রেস্তোরাঁর ঠিকানা

Last Updated:

পুজোর সময় এই নয়া এগ ললিপপ যে ভোজন রসিকদের তৃপ্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: ললিপপ খেতে চান অথচ চিকেনে অরুচি? চিন্তা নেই চিকেন নয় এবার এই প্রথম কালিয়াগঞ্জ এর বাজারে পেয়ে যাবেন ৫০ টাকায় এক প্লেট ভর্তি এগ ললিপপ।যা খেতে অত্যন্ত সুস্বাদু। উল্লেখ্যভোজন রসিক বাঙালির রসনা তৃপ্ত করার বিষয়টি মোটেও সহজ নয়। তবে পকেটে চাপ না দিয়ে সুস্বাদু খাওয়ার পরিবেশন করার বিষয়টি তুলনামূলক অনেকটাই সহজ।
advertisement

কালিয়াগঞ্জ এর এক নতুন রেস্তোরাঁয় এই বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে।

কালিয়াগঞ্জের নামী এই রেস্তোরাঁতেবিক্রি হচ্ছে কম দামে বিভিন্ন সুস্বাদু খাবার। মাত্র ৫০ টাকা দামেই এগ ললিপপ কিনে খাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। আর এই বিষয়টি প্রচার পাওয়ার পর থেকেই ক্রেতারা রীতিমতো হামলে পড়েছে তাঁর রেস্তোরাঁর মধ্যে।

আরও পড়ুন: পুজোয় মুক্তি পাবে ৭১ জন বন্দি, অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

advertisement

View More

বর্তমানে এই রেস্তোরাঁর এগ ললিপপ প্রস্তুতকারী ও কর্ণধারের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে এতে তাঁরা বেশ খুশি। কারণ, ক্রেতাদের মন তাঁরা জয় করতে পেরেছেন। দামে কম হলেও, এগ ললি পপ এর মান কিন্তু কমেনি বিন্দুমাত্র। দোকানের কর্ণধার অভিজিৎ সাহা জানান, সাধারণ মানুষকে বরাবরই নতুন কিছু দিতে চেয়েছি।কালিয়াগঞ্জে এখনও পর্যন্ত যেহেতু কোথাও এগ ললিপপ পাওয়া যায় না , তাই যাঁরা চিকেন পছন্দ করেন না তাদের জন্য বিশেষ করে এই এগ ললিপপ এর ব্যবস্থা করা হয়েছে।

advertisement

পুজোর সময় এই নয়া এগ ললিপপ যে ভোজন রসিকদের তৃপ্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Egg Lolipop: চিকেনে অরুচি? এবার চেখে দেখুন নামমাত্র দামে 'এগ ললিপপ', র‌ইল রেস্তোরাঁর ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল