কালিয়াগঞ্জ এর এক নতুন রেস্তোরাঁয় এই বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে।
কালিয়াগঞ্জের নামী এই রেস্তোরাঁতেবিক্রি হচ্ছে কম দামে বিভিন্ন সুস্বাদু খাবার। মাত্র ৫০ টাকা দামেই এগ ললিপপ কিনে খাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। আর এই বিষয়টি প্রচার পাওয়ার পর থেকেই ক্রেতারা রীতিমতো হামলে পড়েছে তাঁর রেস্তোরাঁর মধ্যে।
আরও পড়ুন: পুজোয় মুক্তি পাবে ৭১ জন বন্দি, অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
advertisement
বর্তমানে এই রেস্তোরাঁর এগ ললিপপ প্রস্তুতকারী ও কর্ণধারের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে এতে তাঁরা বেশ খুশি। কারণ, ক্রেতাদের মন তাঁরা জয় করতে পেরেছেন। দামে কম হলেও, এগ ললি পপ এর মান কিন্তু কমেনি বিন্দুমাত্র। দোকানের কর্ণধার অভিজিৎ সাহা জানান, সাধারণ মানুষকে বরাবরই নতুন কিছু দিতে চেয়েছি।কালিয়াগঞ্জে এখনও পর্যন্ত যেহেতু কোথাও এগ ললিপপ পাওয়া যায় না , তাই যাঁরা চিকেন পছন্দ করেন না তাদের জন্য বিশেষ করে এই এগ ললিপপ এর ব্যবস্থা করা হয়েছে।
পুজোর সময় এই নয়া এগ ললিপপ যে ভোজন রসিকদের তৃপ্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না।
পিয়া গুপ্তা