CV Ananda Bose: পুজোয় মুক্তি পাবে ৭১ জন বন্দি, অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
CV Ananda Bose: এই প্রথম রাজ্যে দুর্গাপুজো উপলক্ষে জেলে থাকা বন্দিদের বন্দি মুক্তি করা হচ্ছে
কলকাতা: দুর্গাপুজো উপলক্ষে ৭১ জন বন্দিকে বন্দিমুক্তি করার ছাড়পত্র দিলেন রাজ্যপাল। এই ইস্যু অনেকদিন ধরেই অমীমাংসিত পর্যায়ে ছিল। রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যের তরফে কোনও সন্তোষজনক উত্তর না আসায় এবং রাজ্যপাল দুর্গাপুজোর কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সঙ্গে কথা বলে। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষেও রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতি দিয়ে জানাল রাজভবন।
এই প্রথম রাজ্যে দুর্গাপুজো উপলক্ষে জেলে থাকা বন্দিদের বন্দি মুক্তি করা হচ্ছে। রাজভবনের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের থেকে বন্দিমুক্তি করার বিষয় উত্তর চাওয়া হলেও, কোনও সন্তোষজনক উত্তর আসেনি। ফলে বিষয়টি অমীমাংসিত পর্যায়ে ছিল। ৭১ জন বন্দির মধ্যে ১৬ জন বিদেশি নাগরিককেও মুক্তি দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।
advertisement
advertisement
রাজভবনের তরফে একটি কমিটি করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই কমিটি দেখবে কারা কারা জেল থেকে বন্দিমুক্তি হওয়ার যোগ্য। তারপর সেই তালিকা দেবে। প্রসঙ্গত, এই বিষয়টি স্বাধীনতা দিবসের সময় থেকে জটিলতার পর্যায়ে ছিল। স্বাধীনতা দিবসের আগে বন্দিদের কয়েকজনকে ছাড়ার জন্য রাজভবনকে চিঠি দিয়েছিল নবান্ন। পাল্টা রাজভবনও সেই চিঠির পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্নের উত্তর চায়। ফলে বিষয়টি নিয়ে একপ্রকার জটিলতা তৈরি হয়েছিল বিষয়টি ঘিরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 13, 2023 11:26 PM IST









