যার মধ্যে অন্যতম হল জুতি বা মজারি। বিভিন্ন ধরনের ইন্দো- ওয়েস্টার্ন কুর্তির কিংবা শাড়ির সঙ্গে এই জুতো গুলো এখন বেশ মানানসই। এছাড়াও জুতো গুলো বিভিন্ন ধরনের কারুকার্য করা যা তরুণ প্রজন্মের মেয়েদের কাছে বেশ আকর্ষণীয়।
যে সমস্ত মহিলারা একটু বেঁটে তাদের জন্য প্রতিবারের মতো এবারও রয়েছে বিভিন্ন ধরনের পেন্সিল হিলের কালেকশন। যা পড়লে বেশ লম্বা দেখাবে সকলকে।
advertisement
ভি- শেপ ডিজাইনের স্যান্ডেলঘুলি বেশ ক্লাসিক লুক দেয়। বিভিন্ন ধরনের শুট কিংবা শাড়ির সঙ্গে এই স্যান্ডেল গুলো বেশ মানানসই। এ ধরনের স্যান্ডেল গুলোর দাম ২০০ থেকে ১২০০ টাকার মধ্যে। আনুষ্ঠানিক পোশাক থেকে ঐতিহ্যবাহী পোশাক সব ধরনের পোশাকে ই এই ধরনের স্যান্ডেলগুলো বেশ সুন্দর দেখায়।
পুজোর বাজার করতে আসাএক ক্রেতা পূজা ঝাঁ জানান এবার পুজোয় ট্রেন্ডিং বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে বাজারে। তবে সব থেকে বেশি আকর্ষণীয় জুতি অর্থাৎ মজারি যা শাড়ি কিংবা সালোয়ার সব ধরনের পোশাকের সঙ্গে বেশ মানানসই।
পিয়া গুপ্তা