তবে অনেকেই এই সুপারি গাছ পরিচর্যার সঠিক নিয়ম জানেন না। ফলে গাছ বড় হলেও বেশি ফল ধারণ করতে পারেনা। সেক্ষেত্রে উত্তর দিনাজপুরের কৃষি বিশেষজ্ঞ তারা প্রসাদ বাবু জানান, বিজ্ঞানসম্মত উপায়ে সুপারি চাষ করলে ভালো লাভের মুখ দেখা যায়।
আরও পড়ুনঃ নাবালিকা বধূর অস্বাভাবিক মৃত্যু
তিনি বলেন, সুপারি গাছের পরিচর্যা করতে হয় বছরে দুবার। বৈশাখ জৈষ্ঠ মাস ও ভাদ্র আশ্বিন মাসে এই গাছের পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়। এই গাছে বছরে দু’বার ইউরিয়ার, টিএসপি , এমওপি সার দিতে হবে। এছাড়াও এই গাছে সার প্রয়োগের একদিন আগে প্রয়োজনীয় সেচ দিতে হবে। সুপারি গাছের সার প্রয়োগ অত্যন্ত জরুরী কারণ এই গাছে রোগ পোকার আক্রান্ত হয়। ফলে এক্ষেত্রে ভালো ফলন পাওয়া যায় না।
advertisement
সুপারির ভালো ফলন পেতে তবে অবশ্যই সর্বপ্রথম ভালো জাত নির্ধারণ করা উচিত। জল দাঁড়ায় না এমন উঁচু জমিতে নার্সারি থেকে চারা কিনে এনে লাগানো যেতে পারে। ছত্রাকঘটিত রোগের হাত থেকে রক্ষা পেতে গাছের গোড়ায় জৈব সার ও ব্যবহার করতে পারেন।
পিয়া গুপ্তা