আরও পড়ুন: স্মার্ট টিভি, মোবাইল স্ক্রিনের লিকুইড ক্রিস্টাল নিয়ে গবেষণা, বিশেষ সম্মান শিক্ষা প্রশাসককে
উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার বিষ্ণুপুর বাড়ি শাহবাজ আলির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরেতে ইঁদুরের উৎপাত শুরু হওয়ায় পরিবারটি ইঁদুর মারার বিষ এনে রেখেছিলেন নুর মহম্মদ। মাটির মেজে ফোঁপড়া করে সেখানে বাসা বেধেঁছিল ইঁদুর। এদিকে নুর মহম্মদের ছেলে শাহাবাজ এতটাই ছোট যে সে অত কিছু বোঝে না। পরিবারের সদস্যদের চোখের আড়াল হতেই ওই শিশুটি হামাগুড়ি দিয়ে চকলেট ভেবে সেই ইঁদুরমারার বিষ খেয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে লালা বের হতে শুরু করে।
advertisement
হঠাৎ করে ছেলের মুখ দিয়ে লালা বের হতে দেখে ভয় পেয়ে যায় পরিবারের সদস্যরা। তাঁরা তড়িঘড়ি করে শাহবাজকে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসেন। সেখানেই সঙ্কটজনক অবস্থায় চিকিৎসা চলছে ওই একরত্তির।
পিয়া গুপ্তা