উত্তর দিনাজপুরের গোয়াগাঁও-১ পঞ্চায়েতের অধীনে ১৪টি গ্রাম আছে। অভিযোগ উঠেছে, পঞ্চায়েত প্রধান হিসেবে দেখিয়েছেন গত পাঁচ বছরে এলাকায় ৫০০ টি নতুন পুকুর খনন করা হয়েছে। সেই হিসেবে প্রতি গ্রামে গড়ে ৩৫ টি করে পুকুর খনন হওয়ার কথা। অথচ এলাকার ২০ হাজার বাসিন্দার প্রায় কেউই জানেন না যে কোনও পুকুর খনন হয়েছে বলে! এরপরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজে পুকুর খননের নাম করে মোটা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
advertisement
এই অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত প্রধান মালতী সিংহের নামে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এলাকারই এক বাসিন্দা। মামলাকারীর বক্তব্য, বাস্তবে যদি এত পুকুর থাকত তবে ওই পঞ্চায়েতটাই থাকত না! তিনি অভিযোগ করেন, লোকের বাড়ির ব্যক্তিগত পুকুর খননকেও পঞ্চায়েতের হিসেবের খাতায় ঢুকিয়ে দিয়েছেন প্রধান। এই অভিযোগ ঘিরে উত্তর দিনাজপুর জেলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
মামলাকারীর অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি জেলাশাসককে খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয় গত ২৭ মার্চ। এদিকে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান এই নিয়ে মুখ না খুললেও উপপ্রধান আবু তাহের বলেন, নিয়ম মেনেই পঞ্চায়েতের সব কাজ হয়েছে। কোথাও কোনও দুর্নীতি হয়নি।
পিয়া গুপ্তা