TRENDING:

North Dinajpur News: ব‌ই পড়ার আগ্রহ বাড়াতে অভিনব ভাবনা! বিয়ের নিমন্ত্রণ কার্ডের সঙ্গে গল্পের ব‌ই!

Last Updated:

বিয়ের কার্ডের সঙ্গে কখনো কী গল্পের বই পেয়েছেন? এই বিয়ের কার্ডের সঙ্গেই কিন্তু মিলছে আস্ত একটি গল্পের বই! বই নাকি বিয়ের কার্ড বোঝার কিন্তু উপায় নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: বিয়ের কার্ডের সঙ্গে কখনো কী গল্পের বই পেয়েছেন? এই বিয়ের কার্ডের সঙ্গেই কিন্তু মিলছে আস্ত একটি গল্পের বই! বই নাকি বিয়ের কার্ড বোঝার কিন্তু উপায় নেই। আর এই অভিনব ভাবনা হবু বরের।নিজের বিয়েতে এবার নিমন্ত্রিতদের বিয়ের কার্ডের সঙ্গে গল্পের বই বিতরণ করলেন রায়গঞ্জের বিননগরের বাসিন্দা প্রসেনজিৎ সরকার। আধুনিকতার যুগে যখন হারিয়ে যাচ্ছে গল্পের বই পড়া প্রবণতা। বইয়ের পরিবর্তে হাতে আজ মোবাইল।
advertisement

আরও পড়ুনঃ প্রচুর বরফ জমে বন্ধ ফ্রিজ? আজই বাড়িতে ৪টে টিপস ট্রাই করুন, মিলবেই প্রতিকার!

মুঠোবন্দি ফোনেই নিমিষেই পাওয়া যাচ্ছে গোটা বিশ্বের তথ্য। এমন অবস্থায় বই পড়ার অভ্যেস উস্কে দিতে ২০০ টি বই কিনে তার উপর আমন্ত্রণপত্র সেটে নিমন্ত্রিত দের পাঠিয়ে দিলেন হবু বর। বিয়ের কার্ড খুলতে ভিতরে দেখা যাচ্ছে আস্ত একটি গল্পের বই। যা দেখে আবারও সেই পুরনো বই পড়া স্মৃতি রোমন্থন করছেন অনেকে। হবু বর প্রসেনজিৎ সরকার জানান, বর্তমানে বই ছেড়ে সকলেই ফেসবুক বা মোবাইল মুখি হয়ে পড়েছেন। বর্তমানে ছেলেমেয়েরা সচরাচর বই কেনেন না। কারণ মুঠোবন্দি ফোনে নিমিষেই পাওয়া যায় বিশ্বের সমস্ত তথ্য।

advertisement

তাই কার্ড এর মাধ্যমে তাঁরা যাতে বই আবার হাতে তুলে নেয় তার জন্য এই চিন্তাভাবনা করা হয়েছে। প্রসেনজিৎ বাবু আরো জানান যে বিয়ে হয়ে গেলে অনেকে বিয়ে কার্ড গুলো ফেলে দিত। তবে বই কেউ ফেলতে পারবে না সারাজীবন থেকে যাবে।

View More

উল্লেখ্য অগ্রহায়ণ মাস পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। আর এই সময় ১৫ ই ডিসেম্বর হতে চলছে বীরনগরের প্রসেনজিৎ সরকারের বিয়ে। আর এরই মধ্যে বিয়ে বাড়ির আমন্ত্রণ পত্রে অভিনবত্ব প্রয়াস যা দেখে চমকে গিয়েছেন অনেক ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: ব‌ই পড়ার আগ্রহ বাড়াতে অভিনব ভাবনা! বিয়ের নিমন্ত্রণ কার্ডের সঙ্গে গল্পের ব‌ই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল