আরও পড়ুনঃ প্রচুর বরফ জমে বন্ধ ফ্রিজ? আজই বাড়িতে ৪টে টিপস ট্রাই করুন, মিলবেই প্রতিকার!
মুঠোবন্দি ফোনেই নিমিষেই পাওয়া যাচ্ছে গোটা বিশ্বের তথ্য। এমন অবস্থায় বই পড়ার অভ্যেস উস্কে দিতে ২০০ টি বই কিনে তার উপর আমন্ত্রণপত্র সেটে নিমন্ত্রিত দের পাঠিয়ে দিলেন হবু বর। বিয়ের কার্ড খুলতে ভিতরে দেখা যাচ্ছে আস্ত একটি গল্পের বই। যা দেখে আবারও সেই পুরনো বই পড়া স্মৃতি রোমন্থন করছেন অনেকে। হবু বর প্রসেনজিৎ সরকার জানান, বর্তমানে বই ছেড়ে সকলেই ফেসবুক বা মোবাইল মুখি হয়ে পড়েছেন। বর্তমানে ছেলেমেয়েরা সচরাচর বই কেনেন না। কারণ মুঠোবন্দি ফোনে নিমিষেই পাওয়া যায় বিশ্বের সমস্ত তথ্য।
advertisement
তাই কার্ড এর মাধ্যমে তাঁরা যাতে বই আবার হাতে তুলে নেয় তার জন্য এই চিন্তাভাবনা করা হয়েছে। প্রসেনজিৎ বাবু আরো জানান যে বিয়ে হয়ে গেলে অনেকে বিয়ে কার্ড গুলো ফেলে দিত। তবে বই কেউ ফেলতে পারবে না সারাজীবন থেকে যাবে।
উল্লেখ্য অগ্রহায়ণ মাস পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। আর এই সময় ১৫ ই ডিসেম্বর হতে চলছে বীরনগরের প্রসেনজিৎ সরকারের বিয়ে। আর এরই মধ্যে বিয়ে বাড়ির আমন্ত্রণ পত্রে অভিনবত্ব প্রয়াস যা দেখে চমকে গিয়েছেন অনেক ।
পিয়া গুপ্তা