উল্লেখ্য, নিষিদ্ধ ক্যারি ব্যাগ যত্রতত্র ব্যবহার বন্ধ করতে এবার অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ পৌরসভা। শহরের বিভিন্ন বাজারে গিয়ে ক্রেতা থেকে বিক্রেতা উভয়ের কাছেই এই ক্যারিব্যাগ দেখলেই সঙ্গে সঙ্গে জরিমানা করে দিচ্ছে রায়গঞ্জ পৌরসভা। যার নেতৃত্ব দিচ্ছে স্বয়ং রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস।
আরও পড়ুন: স্কুল চলাকালীনই পড়ুয়াদের উপর ভেঙে পড়ল ছাদের একাংশ! খড়গপুরে গুরুতর আহত দুই শিশু
advertisement
পৌর প্রশাসকের দাবি বহুবার সকলকে এই নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করতে মানা করা হলেও তাঁরা কোন কর্ণপাত করেননি তাই তিনি নিজে স্বয়ং বিভিন্ন বাজার ঘুরে ঘুরে অভিযান শুরু করেছেন কয়েক দিন ধরে। বেশ কিছু ক্রেতার থেকে যেমন জরিমানা নেওয়া হয়েছে, তেমনই বিক্রেতাদের থেকেও।
আরও পড়ুন: হেরিটেজ ঘোষণা করা হল গোবরডাঙ্গার ৫ টি দর্শনীয় স্থানকে, খুশি এলাকাবাসী
রায়গঞ্জের ষ্টেশন বাজার সংলগ্ন একটি বাজারে এক খরিদ্দার অমিতাভ দাস বলেন বিক্রেতাকে বারবার না করা সত্ত্বেও তাঁরা ক্যারি ব্যাগে করেই জিনিস দিচ্ছেন । পৌর সভা থেকে বার বার মানা করা সত্বেও তারা সেই নির্দেশ মানছেন না কেউ । তিনি বলেন, “ক্যারি ব্যাগ রাখা মোটেই উচিত নয়।”
অন্যদিকে, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন দীর্ঘদিন ধরে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে নিষিদ্ধ ক্যারি ব্যাগের নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে তা সত্ত্বেও পৌরসভা নির্দেশকে অমান্য করে এক শ্রেনীর ক্রেতা ও বিক্রেতারা নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করে চলছে। যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ।
পিয়া গুপ্তা