মৃত তিন কিশোরীর নাম মাবিয়া খাতুন, তামান্না খাতুন এবং জাগরিশা খাতুন। শনিবার দুপুরে ইসলামপুর থানার গোয়াস মাঠপাড়া এলাকায় ওই পুকুরে পাট জাগ দিচ্ছিলেন আলমগীর হোসেন। তখনই মেয়ে তামান্না খাতুন ও তার দুই বন্ধু মাবিয়া খাতুন ও জাগরিশা খাতুন পুকুরে স্নান করার জন্য আসে। কিন্তু আলমগীর হোসেন তাদের পুকুরে নামতে নিষেধ করেন এবং বাড়ি চলে আসেন।
advertisement
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে বড় দাবি অভিষেকের, কী বললেন তৃণমূল সাংসদ?
নিষেধ করা সত্ত্বেও তিনজনে পুকুরে স্নান করতে নামে। কিছুক্ষণ পরে স্থানীয়দের নজরে পরে পুকুরে দেহগুলি ভাসছে। স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ। তিন কিশোরীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
মৃত তামান্না খাতুনের বাবা আলমগীর হোসেন বলেন, “আমি যখন পাট জাগ দিচ্ছিলাম তখনই আমার মেয়ে আর ওর দুই বন্ধু পুকুরে স্নান করতে এসেছিল। আমি বকাবকি করে বাড়ি পাঠিয়ে দিই। তবে আমি বাড়ি চলে আসার পর আবার ওরা পুকুরে স্নান করতে গিয়েছিল। আমি একটুও টের পাইনি। তাহলে হয়ত মেয়েগুলোর এই পরিনতি হত না”।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সমস্ত দাবি দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর, কী কী পদক্ষেপ?
প্রতিবেশী রবিউল শেখ বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ওই বাচ্চাগুলো একসঙ্গেই খেলাধুলা করত। এদিনও ওদের পুকুরের পাড়ে খেলা করতে দেখেছিলাম। কিছুক্ষণ পরেই জানতে পারি পুকুরের জলে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে”।
অন্য দিকে, শনিবার দুপুরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার লোহরপুর ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিশোরের নাম ইজাজ শেখ। বাড়ি সামশেরগঞ্জের সাহেবনগর গ্রামে। বাবার সঙ্গে ফল বিক্রি করত ওই কিশোর। এদিন দুপুরে গঙ্গায় স্নান করতে নামে। কিন্তু এখন ভরা গঙ্গায় জল বেড়েছে প্রচুর, সেই কারণেই অসাবধানতাবশত নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকেরা।
