Abhishek Banerjee on RG Hospital Case: আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে বড় দাবি অভিষেকের, কী বললেন তৃণমূল সাংসদ?
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee on RG Hospital Case: আরজি কর কাণ্ড নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য কড়া শাস্তির দাবি তুললেন অভিষেক।
দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর কাণ্ড নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য কড়া শাস্তির দাবি তুললেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আরজি করে যা ঘটেছে তা অত্যন্ত নারকীয়। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অবস্থান জানিয়েছেন। আমাদের আইন হাত বেঁধে রেখেছে৷ যারা এই সমস্ত ঘটনা ঘটায় তাদের থাকার অধিকার নেই৷ যে ঘটনা ঘটিয়েছে সে যা খুশি হোক। সে খুনী৷ সে পুলিশ, কৃষক, ইঞ্জিনিয়ার সেটা দেখার দরকার নেই৷ দ্রুত তদন্ত করে বিচার হোক”।
advertisement
সেই সঙ্গে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিচারব্যবস্থার সংশোধন করা উচিত বলে মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ঘটনার পুনরাবৃত্তি না চাইলে অধ্যাদেশ আনুন, বিল আনুন যাতে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়৷ বিরোধীরা তাতে সমর্থন করুন। বিচার ব্যবস্থাকে সংশোধন করা উচিত।”
advertisement
advertisement
পাশাপাশি এই ঘটনা নিয়ে নাম না করে বিরোধীদের কটাক্ষ করেছেন অভিষেক। অভিষেক বলেন, “বলছে সিবিআই চাই৷ উত্তরপ্রদেশ হলে দেহ খুঁজে পাওয়া যেত না। বিলকিসের বেলায় কি হল? এখনও তদন্ত শেষ হয়নি”। কঠোর আইন এনে অপরাধীদের চরম শাস্তির দাবি তুললেন অভিষেক। তিনি বলেন, “আইনসভায় কঠোর আইন আনা উচিত, খুনী, ধর্ষকদের এনকাউন্টার করে মারা উচিত। জেলে রেখে লালন পালন করতে লাখ লাখ টাকা খরচ। পারিপার্শ্বিক প্রমাণ বিরুদ্ধে থাকলে হয় এনকাউন্টার করা উচিত, নয় ফাঁসির মঞ্চে ঝোলানো উচিত৷ এদের সমাজে থাকার অধিকার নেই”।
advertisement
পাশাপাশি হাসপাতালগুলিতে রাতে ৯-১০টার পরে অবাধ যাতায়াত নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। “রাত দশটার পরে কেন সিভিক ভলান্টিয়ার ঢুকবে? তার কী অধিকার আছে? রাত ১০টার পরে ডাক্তার,রোগী ছাড়া কেউ থাকবে না। রাত ৩টের সময়ে কেন যাবে সিভিক ভলান্টিয়ার? কঠোর হতে হবে”, বলেন অভিষেক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2024 8:52 PM IST