RG Kar Hospital students protest: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সমস্ত দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর, কী কী পদক্ষেপ?
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
RG Kar Hospital students protest: আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের পরে হাসপাতালের নিরাপত্তা-সহ পরিকাঠামো নিয়ে ডাক্তারি এবং নার্সিং পড়ুয়াদের দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর।
কলকাতা: আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের পরে হাসপাতালের নিরাপত্তা-সহ পরিকাঠামো নিয়ে ডাক্তারি এবং নার্সিং পড়ুয়াদের দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর। মহিলা ডাক্তারি পড়ুয়ার নির্যাতনের ঘটনায় ডাক্তারি এবং নার্সিং পড়ুয়ারা প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেন।
সূত্রের খবর, আরজি করের ডাক্তারি এবং নার্সিং পড়ুয়াদের ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কড়া হচ্ছে কর্তৃপক্ষ। জুনিয়র ডাক্তারের নির্যাতনের ঘটনার দিন উপস্থিত দুই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে বেসরকারি নিরাপত্তা এজেন্সির সুপারভাইজার এবং ওই এজেন্সিকে শো কজ করা হয়েছে। শুধু তাই নয়, প্রয়োজনে দ্রুত অন্য সংস্থার হাতে নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হবে। পাশাপাশি, নিরাপত্তারক্ষীও বাড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের একাধিক অভিযোগ ছিল। আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ বলেন, “পিডব্লিউডি-র সঙ্গে কথা বলে আগামিকাল থেকেই জুনিয়র ডাক্তারদের জন্য পর্যাপ্ত শৌচাগার তৈরির ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে মহিলা জুনিয়র ডাক্তারদের পোশাক পরিবর্তন করার জন্য রেস্টরুমের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে, টালা থানার পক্ষ থেকে পুলিশি নজরদারি আরও বাড়ানো হবে”। এদিন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তুভ নায়েক, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম পড়ুয়াদের দাবি মেনে নেওয়ার কথা জানান।
advertisement
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শনিবার জানিয়েছে, আরজি কর হাসপাতালের জন্য বেলগাছিয়া ট্রাম ডিপোর ৩ একর জমি দেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2024 6:11 PM IST