RG Kar Junior Doctor murder case: আরজি করে জুনিয়র ডাক্তার হত্যাকাণ্ডে ধৃতের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:Amit Sarkar
Last Updated:
RG Kar Junior Doctor murder case: আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার হত্যাকাণ্ডে সঞ্জয়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ৷ অভিযুক্তকে শনিবারই আদালতে হাজির করানো হয়।
কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী নির্যাতনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। সঞ্জয়কে শনিবার গ্রেফতারের পরে শিয়ালদহ আদালকে হাজির করানো হয়, সেখানেই বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শুনানি চলাকালীন ধৃতের হয়ে সওয়াল করেনি কোনও আইনজীবীই।
আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার হত্যাকাণ্ডে সঞ্জয়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ৷ আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে যৌন নির্যাতন করে খুনের চাঞ্চল্যকর অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ৷
advertisement
আরও পড়ুন: বিদায় নিয়েছেন বুদ্ধদেব! চোখে জল ৮০ বছরের চা বিক্রেতার
জানা গিয়েছিল, ধৃত সঞ্জয় রায় হাসপাতালের কেউ নয়, যদিও বহিরাগত ওই ব্যক্তির হাসপাতালে অবাধ যাতায়াত ছিল৷ শুক্রবার রাতেই তাকে আটক করে লালবাজারে নিয়ে যায় কলকাতা পুলিশ৷ এর পর জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করে নেয় অভিযুক্ত৷
advertisement
কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল দাবি করেন, অভিযুক্তের সঙ্গে তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন করে হত্যার জোরালো প্রমাণ মিলেছে, পাশাপাশি সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ শুধু তাই নয়, তিনি আরও বলেন, “ধৃত আমাদের কাছে একজন বড় মাপের অপরাধী৷ যে এমন ঘৃন্য অপরাধ করে, তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য৷ আমরা সেটা দেখব৷”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2024 4:46 PM IST