ভাইরাল ভিডিও নিয়ে একেবারে নেটিজেনরা তুলকালাম শুরু করে দিয়েছে৷ শনিবার ভারত বনাম পাকিস্তান অধিনায়কের মধ্যে পাক অধিনায়ক একেবারে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন৷
আরও পড়ুন - Ind vs Pak: মেলবোর্নে আজ ওয়েদার আপডেট কী বলছে, বৃষ্টির সম্ভাবনা কতটা?
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
আসলে এক সাংবাদিক ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেন , বাবর ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে এই সময়ে কি পাকিস্তানের সব ক্রিকেটার ‘‘রেন রেন গো অ্যাওয়ে’’ গাইবেন? আসলে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ম্যাচ স্ট্র্যাটেজি নিয়ে যত না কথা হচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের আগে ওয়েদার আপডেটে বৃষ্টির আশঙ্কা নিয়ে বেশি কথা হচ্ছে৷ তাই সাংবাদিক সম্মেলনেও স্বাভাবিকভাবেই এই বৃষ্টি নিয়ে প্রশ্ন উঠে আসে৷
কিন্তু রেন রেন গো অ্যাওয়ে গাওয়ার প্রসঙ্গে কিন্তু পাক অধিনায়ক একেবারেই রেগে যাননি, বরং রীতিমতো পেশাদার ঢঙে উত্তর দেন ‘‘আমরা বাচ্চাদের ঘুম পাড়ানি গান শোনাচ্ছি না ’’- তাঁর এই কথা সোশ্যাল মিডিয়ায় দারুণ গতিতে ভাইরাল হয়েছে৷
আরও পড়ুন - ‘‘মহারাজ দা-ও খুব ভাল পারে’’- স্বামীর উচ্ছ্বসিত প্রশংসায় ডোনা, রইল ভাইরাল ভিডিও
আমরা প্রতিটা পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি
এর আগে ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে এই বৃষ্টি নিয়ে প্রশ্ন করা হলে জানিয়েছিলেন ভারত সব পরিস্থিতি বুক চিতিয়ে মুখোমুখি হবে৷ রোহিত শর্মা জানিয়েছিলেন খেলা ২০ ওভারের হোক বা ৫ ওভারের আমরা ২টির জন্যেই তৈরি রয়েছি৷ বাবর আজম জানান যে আবহাওয়া কারোর হাতে নেই৷ কিন্তু ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে আমরা চাইব খেলা হোক৷
পাশাপাশি তিনি এও জানান পাকিস্তান নিজের ১০০ শতাংশ দেওয়ার জন্য তৈরি৷
বাবর আজম বলেছেন, ‘‘রবিবার যে পরিস্থিতি হোক আমরা নিজেদের ১০০ শতাংশ দেব৷’’ মেলবোর্নের মাঠে এক লক্ষ দর্শক বসে ম্যাচ দেখতে পারেন৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচে দর্শকাসন হাউসফুল হবে এমনটাই ধারণা ৷