TRENDING:

Virat vs Babar: বিরাট না বাবর, কে সেরা? বিশ্বকাপে দুই তারকাকে নিয়ে এখন থেকেই তুঙ্গে উত্তেজনা

Last Updated:

ক্রিকেটপ্রেমীদের কাছে বিরাট বনাম বাবর লড়াই আবার উপভোগ্য হতে চলেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ভারতের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে। পাকিস্তান শেষ পর্যন্ত আসবে ভারতের মাটিতে খেলতে এমনটাই ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে বিরাট কোহলি বনাম বাবর আজম লড়াইটা অন্য মাত্রা পেতে চলেছে এবারের বিশ্বকাপে। ২০০৮ সাল থেকে ভারতীয় দলে খেলছেন কোহলি। অন্যদিকে ২০১৫ থেকে খেলছেন বাবর পাকিস্তানের জার্সিতে।
বিরাট বাবরের লড়াই বিশ্বকাপে
বিরাট বাবরের লড়াই বিশ্বকাপে
advertisement

বিরাট যেমন কিংবদন্তি হয়ে গিয়েছেন, তেমনই গত পাঁচ বছরে বাবর নিজেকে পৃথিবীর অন্যতম সেরা এবং ধারাবাহিক ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেছেন। বিরাটের মত ফিটনেস না থাকলেও তিনি যে তিনটে ফরম্যাটেই অন্যতম সেরা সেটা প্রমাণিত। বাবর নিজে জানেন ভারতের মাটিতে বিশ্বকাপ যখন তখন পাকিস্তানের ক্যাপ্টেন হিসেবে তার দিকে তাকিয়ে থাকবেন তার দেশের জনগণ।

advertisement

আরও পড়ুন – বিশ্বকাপে যুবরাজ হতে পারবেন জাদেজা? অলরাউন্ডারকে নিয়ে আশা দেখছেন শ্রীকান্ত

ভারতের মাটি থেকে পাকিস্তান বিশ্বকাপ জিতবে এমন কাজ খুব কঠিন। কিন্তু অসম্ভব বলে কিছু হয় না। বাবর মনে করেন পরিসংখ্যান একদিকে এবং ভারতের বিরুদ্ধে লড়াই অন্যদিকে। তিনি অন্য ম্যাচে কত রান করেছেন ভারতের বিরুদ্ধে সেটা গুরুত্ব নেই। এই লড়াই অন্য লড়াই। দুবাইতে যেমন বাবর এবং রিজওয়ান মিলে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিলেন, তেমনই শেষ সাক্ষাতে ভারতের বিরুদ্ধে ফ্লপ করেছিলেন পাক অধিনায়ক।

advertisement

এই ম্যাচের চাপ অন্য পর্যায়ের জানেন বাবর। আর বিরাট কোহলিকে তিনি শ্রদ্ধা করেন একথা বহুবার বলেছেন। এবার আবার ১৫ ই অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচে জন্মদিন বাবরের। তাই তার কাছে স্পেশাল চ্যালেঞ্জ। তেমনই শেষ সাক্ষাতে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি একাই হারিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে। তার সেই বিখ্যাত ছক্কা ভুলতে পারেনি পাকিস্তান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই ম্যাচে কেউ খেলুক না খেলুক, বিরাট কোহলি প্রত্যেকবার সফল সেটা দেখা যায় পরিসংখ্যানে। তাই এবার ঘরের মাটিতে পাকিস্তানকে হারাতে কিং কোহলি আমেদাবাদে নিজের সেরা ব্যাটিং তুলে ধরতে মরিয়া থাকবেন সেটাই স্বাভাবিক। আর ক্রিকেটপ্রেমীদের কাছে বিরাট বনাম বাবর লড়াই আবার উপভোগ্য হতে চলেছে।

বাংলা খবর/ খবর/খেলা/
Virat vs Babar: বিরাট না বাবর, কে সেরা? বিশ্বকাপে দুই তারকাকে নিয়ে এখন থেকেই তুঙ্গে উত্তেজনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল