বিরাট যেমন কিংবদন্তি হয়ে গিয়েছেন, তেমনই গত পাঁচ বছরে বাবর নিজেকে পৃথিবীর অন্যতম সেরা এবং ধারাবাহিক ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেছেন। বিরাটের মত ফিটনেস না থাকলেও তিনি যে তিনটে ফরম্যাটেই অন্যতম সেরা সেটা প্রমাণিত। বাবর নিজে জানেন ভারতের মাটিতে বিশ্বকাপ যখন তখন পাকিস্তানের ক্যাপ্টেন হিসেবে তার দিকে তাকিয়ে থাকবেন তার দেশের জনগণ।
advertisement
আরও পড়ুন – বিশ্বকাপে যুবরাজ হতে পারবেন জাদেজা? অলরাউন্ডারকে নিয়ে আশা দেখছেন শ্রীকান্ত
ভারতের মাটি থেকে পাকিস্তান বিশ্বকাপ জিতবে এমন কাজ খুব কঠিন। কিন্তু অসম্ভব বলে কিছু হয় না। বাবর মনে করেন পরিসংখ্যান একদিকে এবং ভারতের বিরুদ্ধে লড়াই অন্যদিকে। তিনি অন্য ম্যাচে কত রান করেছেন ভারতের বিরুদ্ধে সেটা গুরুত্ব নেই। এই লড়াই অন্য লড়াই। দুবাইতে যেমন বাবর এবং রিজওয়ান মিলে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিলেন, তেমনই শেষ সাক্ষাতে ভারতের বিরুদ্ধে ফ্লপ করেছিলেন পাক অধিনায়ক।
এই ম্যাচের চাপ অন্য পর্যায়ের জানেন বাবর। আর বিরাট কোহলিকে তিনি শ্রদ্ধা করেন একথা বহুবার বলেছেন। এবার আবার ১৫ ই অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচে জন্মদিন বাবরের। তাই তার কাছে স্পেশাল চ্যালেঞ্জ। তেমনই শেষ সাক্ষাতে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি একাই হারিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে। তার সেই বিখ্যাত ছক্কা ভুলতে পারেনি পাকিস্তান।
এই ম্যাচে কেউ খেলুক না খেলুক, বিরাট কোহলি প্রত্যেকবার সফল সেটা দেখা যায় পরিসংখ্যানে। তাই এবার ঘরের মাটিতে পাকিস্তানকে হারাতে কিং কোহলি আমেদাবাদে নিজের সেরা ব্যাটিং তুলে ধরতে মরিয়া থাকবেন সেটাই স্বাভাবিক। আর ক্রিকেটপ্রেমীদের কাছে বিরাট বনাম বাবর লড়াই আবার উপভোগ্য হতে চলেছে।