TRENDING:

দিন দিন ঝগড়ুটে হয়ে উঠছেন ঋষভ পন্থ, কেকেআর ম্যাচে ফের একবার, ভাইরাল ভিডিওতে প্রমাণ

Last Updated:

পন্থ আম্পায়রের সঙ্গ কথা কাটাকাটির ঘটনাটি ঘটে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে ম্যাচে এই ঘটনা ঘটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মাঠে এতদিন তাঁর এই রূপ কেউ বড় একটা দেখেনি৷ কিন্তু দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক হওয়ার পর ঋষভ পন্থ (Rishabh Pant) রীতিমতো ঝগড়ুটে হয়ে উঠেছেন৷ সব সবে আইপিএল ২০২২ -এ (IPL 2022) একের পর এক মাঠে যা ঘটাচ্ছেন তাতে এছাড়া আর অন্য কিছুই বলা যাচ্ছে না৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে একটি নো বলের সিদ্ধান্ত নিয়ে রেগেমেগে জ্বলে উঠেছিলেন৷ এমনকি বাড়াবাড়ি এমন জায়গায় পৌঁছয় যে তিনি দলকে মাঠ থেকে তুলে নেওয়ার ইঙ্গিতও দেন৷ এই বিবাদের জেরে শাস্তির কোপ বেশিটা পড়ে দলের তোট প্রবীণ আমরের ওপর৷ তাঁকে এক ম্যাচ নির্বাসিত থাকতে হয়৷ পাশাপাশি আর্থিক জরিমানায় পড়ে তাঁর কোটি টাকা ক্ষতি হয়ে যায়৷ কিন্তু এই থেকেও শেখার বান্দা তিনি নন তা আবার প্রমাণ হয় গেল কেকেআরের বিরুদ্ধে ম্যাচে৷ আবারও একবার পুরনো ভুল করলেন পন্থ৷ ঋষভ পন্থ নো বল নিয়ে সকলের সঙ্গে ঝগড়া করতে শুরু করেন৷ এই ভাইরাল ভিডিও (Viral Video) দেখে তাঁর মাথা গরমের আভাস ভালই পাওয়া যাচ্ছে৷
 IPL 2022: Rishabh Pant argues with on field umpires (PC-Addicric twitter)
IPL 2022: Rishabh Pant argues with on field umpires (PC-Addicric twitter)
advertisement

পন্থ আম্পায়রের সঙ্গ কথা কাটাকাটির ঘটনাটি ঘটে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে ম্যাচের ১৭ নম্বর ওভারে৷ এই ওভারে ললিত যাদব বল করছিলেন৷ তৃতীয় বলে তিনি হাই ফুলটস দেন৷ যাতে নীতিশ রানা পয়েন্টে ওপর দিয়ে ছক্কা মেরে দেন৷ এই বলটিকে আম্পায়র কোমরের ওপর বল দেখিয়ে নোবল ডাকেন৷ পন্থ এই সিদ্ধান্তে সোজা হেঁটে আম্পায়রের কাছে পৌঁছে যান৷ রিপ্লেতে দেখা যায় ললিত যাদব এই বল নীতিশ রানার কোমরের ওপরেই লাগে৷ অর্থাৎ আম্পায়রের সিদ্ধান্ত সঠিক ছিল৷ কিন্তু ঋষভ পন্থ বারবার এই নিয়ে আম্পায়রকে প্রশ্ন করছেন এরকম দেখা যেতে থাকে৷

advertisement

আরও পড়ুন - Sara Tendulkar Boyfriend: কারোর সঙ্গে রাতের পার্টি, কারোর সঙ্গে গোয়া ট্রিপ, সারা তেন্ডুলকরকে নিয়ে গসিপ তুঙ্গে

আম্পায়র অনেক বোঝানোর পর পন্থ মেনে নেন যে বলটি বৈধ ছিল না৷ পরের বল ফ্রি হিট ছিলষ কিন্তু নীতিশ রানা তার ফায়দা তুলতে পারেননি৷ তিনি একটি মাত্রই রান পান৷

advertisement

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

পন্থকে আগেও জরিমানা করা হয়েছে

এর আগে  রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে একটি নো বলের সিদ্ধান্ত নিয়ে রেগেমেগে জ্বলে উঠেছিলেন৷ এমনকি বাড়াবাড়ি এমন জায়গায় পৌঁছয় যে তিনি দলকে মাঠ থেকে তুলে নেওয়ার ইঙ্গিতও দেন৷ এই বিবাদের জেরে শাস্তির কোপ বেশিটা পড়ে দলের তোট প্রবীণ আমরের ওপর৷ তাঁকে এক ম্যাচ নির্বাসিত থাকতে হয়৷ পাশাপাশি আর্থিক জরিমানায় পড়ে তাঁর কোটি টাকা ক্ষতি হয়ে যায়৷ সেই সময় দিল্লি বনাম রাজস্থান ম্যাচে সে সময় ৬ বলে ৩৬ রান দরকার ছিল৷ পাওয়েল তিনটি ছয় মেরেছিলেন৷ কিন্তু ওভারের তিন বলে ফুলটস বল ছিল৷ তাতে পন্থ সমেত গোটা দল বলটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাইক রেসার হিসাবে নিজের ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চান? কোন পথে এগোবেন, জেনে নিন
আরও দেখুন

এই ম্যাচে এতটাই উত্তেজিত হয়েছিলেন তখন তাঁর বিরুদ্ধে ম্যাচ ফি-র একশ শতাংশই জরিমানা হয়৷

বাংলা খবর/ খবর/খেলা/
দিন দিন ঝগড়ুটে হয়ে উঠছেন ঋষভ পন্থ, কেকেআর ম্যাচে ফের একবার, ভাইরাল ভিডিওতে প্রমাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল