পন্থ আম্পায়রের সঙ্গ কথা কাটাকাটির ঘটনাটি ঘটে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে ম্যাচের ১৭ নম্বর ওভারে৷ এই ওভারে ললিত যাদব বল করছিলেন৷ তৃতীয় বলে তিনি হাই ফুলটস দেন৷ যাতে নীতিশ রানা পয়েন্টে ওপর দিয়ে ছক্কা মেরে দেন৷ এই বলটিকে আম্পায়র কোমরের ওপর বল দেখিয়ে নোবল ডাকেন৷ পন্থ এই সিদ্ধান্তে সোজা হেঁটে আম্পায়রের কাছে পৌঁছে যান৷ রিপ্লেতে দেখা যায় ললিত যাদব এই বল নীতিশ রানার কোমরের ওপরেই লাগে৷ অর্থাৎ আম্পায়রের সিদ্ধান্ত সঠিক ছিল৷ কিন্তু ঋষভ পন্থ বারবার এই নিয়ে আম্পায়রকে প্রশ্ন করছেন এরকম দেখা যেতে থাকে৷
advertisement
আম্পায়র অনেক বোঝানোর পর পন্থ মেনে নেন যে বলটি বৈধ ছিল না৷ পরের বল ফ্রি হিট ছিলষ কিন্তু নীতিশ রানা তার ফায়দা তুলতে পারেননি৷ তিনি একটি মাত্রই রান পান৷
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
পন্থকে আগেও জরিমানা করা হয়েছে
এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে একটি নো বলের সিদ্ধান্ত নিয়ে রেগেমেগে জ্বলে উঠেছিলেন৷ এমনকি বাড়াবাড়ি এমন জায়গায় পৌঁছয় যে তিনি দলকে মাঠ থেকে তুলে নেওয়ার ইঙ্গিতও দেন৷ এই বিবাদের জেরে শাস্তির কোপ বেশিটা পড়ে দলের তোট প্রবীণ আমরের ওপর৷ তাঁকে এক ম্যাচ নির্বাসিত থাকতে হয়৷ পাশাপাশি আর্থিক জরিমানায় পড়ে তাঁর কোটি টাকা ক্ষতি হয়ে যায়৷ সেই সময় দিল্লি বনাম রাজস্থান ম্যাচে সে সময় ৬ বলে ৩৬ রান দরকার ছিল৷ পাওয়েল তিনটি ছয় মেরেছিলেন৷ কিন্তু ওভারের তিন বলে ফুলটস বল ছিল৷ তাতে পন্থ সমেত গোটা দল বলটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন৷
এই ম্যাচে এতটাই উত্তেজিত হয়েছিলেন তখন তাঁর বিরুদ্ধে ম্যাচ ফি-র একশ শতাংশই জরিমানা হয়৷