TRENDING:

দিন দিন ঝগড়ুটে হয়ে উঠছেন ঋষভ পন্থ, কেকেআর ম্যাচে ফের একবার, ভাইরাল ভিডিওতে প্রমাণ

Last Updated:

পন্থ আম্পায়রের সঙ্গ কথা কাটাকাটির ঘটনাটি ঘটে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে ম্যাচে এই ঘটনা ঘটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মাঠে এতদিন তাঁর এই রূপ কেউ বড় একটা দেখেনি৷ কিন্তু দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক হওয়ার পর ঋষভ পন্থ (Rishabh Pant) রীতিমতো ঝগড়ুটে হয়ে উঠেছেন৷ সব সবে আইপিএল ২০২২ -এ (IPL 2022) একের পর এক মাঠে যা ঘটাচ্ছেন তাতে এছাড়া আর অন্য কিছুই বলা যাচ্ছে না৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে একটি নো বলের সিদ্ধান্ত নিয়ে রেগেমেগে জ্বলে উঠেছিলেন৷ এমনকি বাড়াবাড়ি এমন জায়গায় পৌঁছয় যে তিনি দলকে মাঠ থেকে তুলে নেওয়ার ইঙ্গিতও দেন৷ এই বিবাদের জেরে শাস্তির কোপ বেশিটা পড়ে দলের তোট প্রবীণ আমরের ওপর৷ তাঁকে এক ম্যাচ নির্বাসিত থাকতে হয়৷ পাশাপাশি আর্থিক জরিমানায় পড়ে তাঁর কোটি টাকা ক্ষতি হয়ে যায়৷ কিন্তু এই থেকেও শেখার বান্দা তিনি নন তা আবার প্রমাণ হয় গেল কেকেআরের বিরুদ্ধে ম্যাচে৷ আবারও একবার পুরনো ভুল করলেন পন্থ৷ ঋষভ পন্থ নো বল নিয়ে সকলের সঙ্গে ঝগড়া করতে শুরু করেন৷ এই ভাইরাল ভিডিও (Viral Video) দেখে তাঁর মাথা গরমের আভাস ভালই পাওয়া যাচ্ছে৷
 IPL 2022: Rishabh Pant argues with on field umpires (PC-Addicric twitter)
IPL 2022: Rishabh Pant argues with on field umpires (PC-Addicric twitter)
advertisement

পন্থ আম্পায়রের সঙ্গ কথা কাটাকাটির ঘটনাটি ঘটে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে ম্যাচের ১৭ নম্বর ওভারে৷ এই ওভারে ললিত যাদব বল করছিলেন৷ তৃতীয় বলে তিনি হাই ফুলটস দেন৷ যাতে নীতিশ রানা পয়েন্টে ওপর দিয়ে ছক্কা মেরে দেন৷ এই বলটিকে আম্পায়র কোমরের ওপর বল দেখিয়ে নোবল ডাকেন৷ পন্থ এই সিদ্ধান্তে সোজা হেঁটে আম্পায়রের কাছে পৌঁছে যান৷ রিপ্লেতে দেখা যায় ললিত যাদব এই বল নীতিশ রানার কোমরের ওপরেই লাগে৷ অর্থাৎ আম্পায়রের সিদ্ধান্ত সঠিক ছিল৷ কিন্তু ঋষভ পন্থ বারবার এই নিয়ে আম্পায়রকে প্রশ্ন করছেন এরকম দেখা যেতে থাকে৷

advertisement

আরও পড়ুন - Sara Tendulkar Boyfriend: কারোর সঙ্গে রাতের পার্টি, কারোর সঙ্গে গোয়া ট্রিপ, সারা তেন্ডুলকরকে নিয়ে গসিপ তুঙ্গে

আম্পায়র অনেক বোঝানোর পর পন্থ মেনে নেন যে বলটি বৈধ ছিল না৷ পরের বল ফ্রি হিট ছিলষ কিন্তু নীতিশ রানা তার ফায়দা তুলতে পারেননি৷ তিনি একটি মাত্রই রান পান৷

advertisement

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

পন্থকে আগেও জরিমানা করা হয়েছে

এর আগে  রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে একটি নো বলের সিদ্ধান্ত নিয়ে রেগেমেগে জ্বলে উঠেছিলেন৷ এমনকি বাড়াবাড়ি এমন জায়গায় পৌঁছয় যে তিনি দলকে মাঠ থেকে তুলে নেওয়ার ইঙ্গিতও দেন৷ এই বিবাদের জেরে শাস্তির কোপ বেশিটা পড়ে দলের তোট প্রবীণ আমরের ওপর৷ তাঁকে এক ম্যাচ নির্বাসিত থাকতে হয়৷ পাশাপাশি আর্থিক জরিমানায় পড়ে তাঁর কোটি টাকা ক্ষতি হয়ে যায়৷ সেই সময় দিল্লি বনাম রাজস্থান ম্যাচে সে সময় ৬ বলে ৩৬ রান দরকার ছিল৷ পাওয়েল তিনটি ছয় মেরেছিলেন৷ কিন্তু ওভারের তিন বলে ফুলটস বল ছিল৷ তাতে পন্থ সমেত গোটা দল বলটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এই ম্যাচে এতটাই উত্তেজিত হয়েছিলেন তখন তাঁর বিরুদ্ধে ম্যাচ ফি-র একশ শতাংশই জরিমানা হয়৷

বাংলা খবর/ খবর/খেলা/
দিন দিন ঝগড়ুটে হয়ে উঠছেন ঋষভ পন্থ, কেকেআর ম্যাচে ফের একবার, ভাইরাল ভিডিওতে প্রমাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল