মঙ্গলবার এসএসজি বনাম আরসিবি ম্যাচে (LSG vs RCB) লখনউয়ের জয়ের যেটুকু সামাণ্য সম্ভাবনা ছিল, তা ভুল আম্পায়ারিং-এ একেবারেই ঘেঁটে যায়৷ স্টইনিসকে (Marcus Stonis) আউট করেন জশ হ্যাজেলউড ব্যাঙ্গালোরকে বড় সাফল্য এনে দেন। এদিকে একটি ওয়াইড বল না দেওয়ার পরের বলেই আউট হন আর এই নিয়ে যেভাবে মাঠেই মেজাজ হারিয়ে গালাগালি দেন আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে যায় সেটি৷
advertisement
স্টইনিস যে ওভারে তিনি আউট হয়েছিলেন তার প্রথম বলটি ওয়াইড ছিল, কিন্তু আম্পায়ার সেটিকে ওয়াইড দেননি। এই কারণেই পরের বলেই তিনি দলের জয়ের প্রয়োজনে চালিয়ে শট খেলতে গিয়ে আউট হয়ে যান৷ স্টইনিস ১৫ বলে ২ চার ও ১ ছক্কার সাহায্যে ২৪ রানে করেছিলেন৷ এদিন কি হয়েছিল ঠিক নাটকটি! যেহেতু আউট হওয়ার আগের বলে আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্ত লখনউয়ের বিরুদ্ধে যায়। পরের বলেই লখনউ সুপার জায়ন্টসের মার্কস স্টইনিস ইনসাইড এজ লেগে আউট হন৷ ব্যাস আর কি মাঠের মধ্যেই মেজাজ হারান এবং লাইভ ম্যাচ টেলিকাস্টে পরিষ্কার তাঁকে গালিগালাজ করতে দেখা যায়৷
আরও পড়ুন - Air Conditioner Bill: এসির জন্য অনেক বিদ্যুৎ বিল, এই টিপসগুলি মানলে বাঁচবে পকেট
ঘটনাটি ঘটেছিল এলএসজি বনাম আরসিবি ম্যাচে লখনউয়ের ইনিংসের ১৯তম ওভারে। ওভারের প্রথম বলটি বড়সড় ওয়াইড ছিল, কিন্তু আম্পায়র বলটি ওয়াইড ডাকেননি। বিরক্ত স্টইনিস এরপরের বলেই চালাতে যান আর পরের বলেই হ্যাজেলউড ক্লিন বোল্ড করে দেন স্টইনিসকে। দলের জয় আর সম্ভব নয় এটা বোল্ড হওয়ার পরেই বুঝে যান স্টইনিস৷ রাগ, হতাশায় প্যাভিলিয়নের দিকে ফিরে গালাগালি করতে দেখা যায় তাঁকে৷ আর স্টাম্প মাইকে তাঁক অশ্রাব্য গালাগালি শোনাও গেছে৷
আইপিএলের আচরণবিধি ভাঙার অপরাধে অপরাধী হয়েছেন লখনউ সুপার জায়ন্টসের মার্কস স্টয়নিস৷