Air Conditioner Bill: এসির জন্য অনেক বিদ্যুৎ বিল, এই টিপসগুলি মানলে বাঁচবে পকেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এয়ারকন্ডিশনার বা এসি ব্যবহারে সহজ কয়েকটা নিয়ম মেনে চললেই বিদ্যুৎ বিলে (Electricity Bill) বড় লাভ করা সম্ভব৷
প্রবল গরমে জীবন ওষ্ঠাগত৷ অফিসে সারাদিন এয়ারকন্ডিশনার (Air Conditioner) বা এসির (AC) মধ্যে থেকে খানিকটা স্বস্তি পেলেও বাড়িতে সারাদিন কী করে এসি চালিয়া রাখবেন তা নিয়ে মাথায় হাত পড়ে যায়৷ কারণ যত বেশি এসি চলবে তত বেশি পকেটে চাপ পড়বে৷ কিন্তু অনেকের এসি না চালালেও তো স্বস্তি নেই। তবে এয়ারকন্ডিশনার বা এসি ব্যবহারে সহজ কয়েকটা নিয়ম মেনে চললেই বিদ্যুৎ বিলে (Electricity Bill) বড় লাভ করা সম্ভব৷ অর্থাৎ আপনি কাঠফাটা গরমে স্বস্তি মিললেও পকেটে টান লাগবে না৷ জেনে নিন কয়েকটি লাইফস্টাইল টিপস (Lifestyle Tips) যা আপনার বড় লাভের কারণ হবে৷ জানুন কিভাবে এসি চালাবেন ও বিল কম করবেন। Photo- Representative
advertisement
যে কোনও এসিতে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস করা যায়৷ কিন্তু ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি (BEE) একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে৷ এসির ডিফল্ট তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রাখতে বাধ্যতামূলক করে। তাই এই তাপমাত্রায় এসি চালালে তা যন্ত্রে চাপও দেয় না এবং বিদ্যুৎ ব্যবহারও কম হয়৷ এসিতে প্রতিটি ডিগ্রির জন্য প্রায় ৬ শতাংশ বিদ্যুতের সঞ্চয় হয়। Photo- Representative
advertisement
এসি (AC) ব্যবহার করার ক্ষেত্রে ঘরের দরজা ও জানলাগুলি একেবারে ভাল করে বন্ধ করতে হবে এবং কোনও ফাঁক ফোকড়ও থাকবে না৷ যদি মনে হয় দরজা জানলার বন্ধের পরেও ফাঁক থাকে তাহলে স্পঞ্জের প্যাডিং দিয়ে আটকে দিন৷ এতে পুরো ঘরের বাতাস আর বাইরে বেরিয়ে যেতে পারবে না। এতে আপনার রুমটি তাড়াতাড়ি শীতল হবে। Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement