হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনিদের ডান্স নাইটকে চার চাঁদ লাগিয়ে দেন
র্যাপার বাদশার পারফরম্যান্স৷ তিনি গান
করে পারফরম্যান্সে একেবারে মাতিয়ে দেন৷ তবে হার্দিক পান্ডিয়া যে রিলটা শেয়ার করেছেন তাতে চরম মুহূর্তগুলোর টুকরো কোলাজ দেখা যাচ্ছে৷ এভাবে নাচানাচি করতে হার্দিক পান্ডিয়াকে দেখা গেলেও মহেন্দ্র সিং ধোনি এতটা বিন্দাস হয়ে নাচতে বড় একটা পাবলিক দেখতে পাননি৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে৷ এই ভিডিও না দেখলে বড় মিস৷
advertisement
রইল সেই ভাইরাল রিল ..
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে আবার দেদার কমেন্টও এসেছে৷ ইশান কিষাণ, নাতাশা স্ট্যানকোভিচ, বাদশা সকলেই নিজেদের ভালবাসা উজাড় করে দিয়েছেন৷
আরও পড়ুন - Por vs Uru: জাস্ট এক মুহূর্ত! রোনাল্ডোর সেলিব্রেশনে ইতি, কিন্তু গোলটা করল কে
এই পার্টিতে হাজির ছিলেন হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, ক্রুনাল পান্ডিয়া৷ বলিউডের পপুলার গানে তাঁদের ধামাকা পারফরম্যান্সে একেবারে কামাল হয়ে যায়৷ ছিল দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড - ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমার গান, আবার আর রাজকুমার সিনেমার গন্দিবাতে হচ্ছিল নাচ৷
এই ভাইরাল ভিডিও-র ট্যাগলাইনে হার্দিক পান্ডিয়া লেখেন “Our jam, our moves. What a night!” প্রায় তিন মিলিয়ন ভিউ হয়ে গেছে ২৪ ঘণ্টার মধ্যে৷
হার্দিক পান্ডিয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ফলোয়ার রয়েছে ২৪.৩ মিলিয়ন, এমএস ধোনির ৪০ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে৷