Por vs Uru: জাস্ট এক মুহূর্ত! রোনাল্ডোর সেলিব্রেশনে ইতি, কিন্তু গোলটা করল কে

Last Updated:

Cristiano Ronaldo: আল্ট্রা এজে দেখা যায় যে কাপ ও ঠোঁটের মধ্যের যে সূক্ষ্ম ফারাকটা রয়েছে সেটাই এদিন রোনাল্ডোর স্পট জাম্প ও বলের মধ্যে ছিল৷

FIFA World Cup 2022: Cristiano Ronaldo- Photo- AP
FIFA World Cup 2022: Cristiano Ronaldo- Photo- AP
#লুসেইল: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভেবেছিলেন আরে করে ফেললাম! প্রথম ম্যাচে গোল করে এবারের বিশ্বকাপে গোল খাতা খুলে ফেলেছিলেন সিআর সেভেন৷ তাতে পাঁচ বিশ্বকাপ ম্যাচে পাঁচ গোল দিয়ে রেকর্ড গড়েছিলেন , প্রথমবার বিশ্বকাপে এই নজির গড়ছিলেন কোনও ফুটবলার৷ আর এদিনের ম্যাচে ইউসেবিও-র রেকর্ড ছুঁতেন পর্তুগালের প্লেয়ার হিসেবে৷ আর উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে সেই নজির গড়েও গড়া হল না পর্তুগিজ তারকার৷
ব্রুনো ফার্নান্ডেজের ক্রসে নাকি মাথা ছুঁইয়ে উরুগুয়ের নেটে বল জড়িয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ সেলিব্রেশনে মাতেন মহা তারকা৷ এই গোলটি উরুগুয়ের বিরুদ্ধে ২-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল৷
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নবম বিশ্বকাপের গোল করে ফেললেন নতুন রেকর্ড ছুঁয়ে ফেললেন এই সময় যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেলিব্রেশন থেকে মনে হচ্ছে ঠিক তখনই বোঝা গেল সেলিব্রেশনেই সার! গোল আসলে ব্রুনোর ক্রস থেকেই হয়ে গেছে৷ স্পট জাম্পে রোনাল্ডোর মাথা হাওয়ায় ভাসলেও তিনি তা ছুঁতে পারেননি৷
advertisement
advertisement
বলও ছুঁতে পারেননি , গোলও তাঁর নয়, আর ছুঁতে পারেননি ইউসেবিওকেও৷
এমনকি রোনাল্ডোর সেলিব্রেশনের ধরণ দেখে নেটিজেনরাও তাঁর কৃতিত্বকে কুর্নিশ করা শুরু করেন৷
advertisement
advertisement
কিন্তু কিছুক্ষণেও তাঁর ভুল ভাঙে৷ সকলেই বলতে থাকে হেডারে উড়লেও, সেলিব্রেশনে মাতলেও গোলটা আদপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নয়৷ গোলটা তাঁরই নিজের সেলিব্রেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে গোলটা তাঁরই, কিন্তু প্রযুক্তি ততক্ষণে গোলটিকে ব্রুনোর নামের পাশেই দিয়ে দিয়েছে৷
advertisement
তাই প্রথমে সিআর সেভেনের নামের পাশে গোলটা থাকলেও পরে তাঁর প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজের নামের পাশে চলে যায়৷
আল্ট্রা এজে দেখা যায় যে কাপ ও ঠোঁটের মধ্যের যে সূক্ষ্ম ফারাকটা রয়েছে সেটাই এদিন রোনাল্ডোর স্পট জাম্প ও বলের মধ্যে ছিল৷
ক্যামেরা ৩৭ বছরের রোনাল্ডোর ওপর যায় কারণ গোল স্কোরারে তাঁর নাম বদলে গেছে৷ তাঁর মুখে স্তিমিত হাসি সাধারণ দর্শকদরে আবারও আজব পরিস্থিতিতে ফেলে দেয়৷
advertisement
এদিকের  দ্বিতীয় গোলটিও তাঁরই৷ পেনাল্টি স্পট থেকে গোল করে যান তিনি৷ তিনি পরিষ্কার জানিয়েছেন আসলে এটা কে শেষ বল ছুঁয়েছে তার ওপর নির্ভর করে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Por vs Uru: জাস্ট এক মুহূর্ত! রোনাল্ডোর সেলিব্রেশনে ইতি, কিন্তু গোলটা করল কে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement