এদিকে ঋষভ পন্থের চোটের খবর শোনার পরেই তাঁর ফ্যানরা এবং ক্রিকেট মহল প্রচণ্ড চিন্তায় পড়েছেন৷ তারকা ক্রিকেটারের মাথা, পা ও পিঠে চোট রয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় সকলেই তাঁকে নিয়ে নিজেদের চিন্তা জাহির করেছেন৷ তাঁর সঙ্গে দীর্ঘদিনের গসিপে থাকা উর্বশী রাউতেলাও ঋষভ পন্থের চোটের পরেই ট্যুইট করেছেন৷ সেখানে পন্থের সরাসরি নাম না থাকলেও লিখেছেন ‘Praying’- অর্থাৎ প্রার্থণা করছি৷
advertisement
কিন্তু উর্বশী রাউতেলা নিজের একটি ভারতীয় সাজে ছবি দিয়ে এই পোস্টটি করেছেন৷ নেটিজেনরা গোটা বিষয়টি মোটেই ভাল চোখে দেখেননি৷ মানুষজন তাঁকে নাগিন বলে ট্রোল করেছেন৷
উর্বশী রাউতেলা নিজের ইনস্টাগ্রাম পোস্টে একটি দারুণ ছবি শেয়ার করেছেন৷ পোস্টের ক্যাপশনে ঋষভ পন্থের নাম লেখেননি৷ ছবির পাশে প্রেয়িং লেখেন এবং তাতে সাদা হৃদয় ও সাদা পায়রার ছবি দেন৷ আর সবচেয়ে বড় কথা সকাল সকাল পন্থের গাড়ি অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ বাদে এই পোস্ট শেয়ার করেন উর্বশী রাউতেলা৷
এই পোস্ট দেখা মাত্রই নেটিজেনরা তাঁকে ট্রোল করতে শুরু করেন৷
এক ইউজার বলেছেন, ‘‘এদিকে ঋষভ পন্থ অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওখানে তুই সাজছিস’’- একজন উর্বশীর লুক দেখে লিখেছেন ‘‘নাগিন নাকি?’’ আর ইউজার সরাসরিই লিখেছেন ‘‘নাগিন’’৷