দীর্ঘদিন ধরে বাংলার হয়ে বিভিন্ন টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করে রাজ্যের ক্রীড়া মহলে তিনি ইতিমধ্যেই পরিচিত মুখ। তাঁর নেতৃত্ব ও খেলার দক্ষতায় বাংলার দল একাধিক চ্যাম্পিয়নশিপ জিতেছে। ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। সেই আত্মবিশ্বাস নিয়েই প্রথমবার জাতীয় স্তরের টুর্নামেন্টে খেলতে সম্প্রতি মুম্বই পাড়ি দেন তিনি। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন দীপঙ্কর।
advertisement
এর আগেও বাংলা দলের জার্সি গায়ে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়ে জয় ছিনিয়ে এনেছেন তিনি। প্রতিটি টুর্নামেন্টে নিজের দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করেছে সুযোগ পেলে আরও বড় মঞ্চে নিজের সেরাটা দিতে পারবেন তিনি। আগামী দিনে দীপঙ্করের স্বপ্ন আরও উঁচু ভারতীয় দলে জায়গা করে নেওয়া। দেশজুড়ে ক্রিকেট প্রতিভার ভিড়ে স্বপ্ন দেখা কঠিন হলেও অসম্ভব নয়। দীপঙ্কর বিশ্বাস করেন কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন আর আত্মবিশ্বাসই তাঁকে একদিন ভারতীয় দলের নীল জার্সি পরার স্বপ্নের আরও কাছে পৌঁছে দেবে।





