নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন বিরাট কোহলি। যা এক ঝলক দেখলে আঁতকে উঠবে যে কেউ। ছবিতে দেখা যাচ্ছে বিরাট কোহলির নাকে ব্যান্ডেড, চোখে-মুখে একাধিক আঘাতের চিহ্ন, নানা জায়গায় পড়ে গিয়েছে কালশিটে। মনে হবে বিরাট কোনও দুর্ঘটনার কবলে পড়েছেন না হলে কেউ মেরেছে।
advertisement
বিরাট কোহলি এই ছবি শেয়ার করার পর তা নেট দুনিয়ায মুহূর্তের মধ্যে ঝড় তোলে। প্রাথমিকভাবে উদ্বেগ তৈরি হলেও পরে বোঝা যায় আসল বিষয়টি। কোহলি কিছু না জানালেও আসলে বিখ্যাত একটি সংস্থার বিজ্ঞাপনের জন্য এমন মেকআপ নিতে হয়েছে কোহলিকে। সেই সংস্থার টি-শার্টও পরে রয়েছেন কোহলি।
প্রসঙ্গত, বিশ্বকাপ না জিততে পারার আক্ষেপ থাকলেও ৭৬৫ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরার হয়েছেন বিরাট কোহলি। ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর মাঝে বিরাটের এই ছবি প্রমাণ হতাশা কাটিয়ে ফের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন কোহলি।