Full Released List Of IPL 10 Teams: আইপিএলের ১০ দল নিলামের আগে বাদ দিল কাদের, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Last Updated:
Full Released List Of IPL 10 Teams Ahead Of IPL 2024 Auction: আইপিএলের ১০ দল নিলামের আগে বাদ দিল কাদের, দেখে নিন সম্পূর্ণ তালিকা
1/12
১৯ ডিসেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৪-এর মিনি নিলামের আসর। তার আগে ২৬ নভেম্বর তারিখ ছিল আইপিএলের ১০টি দলের রিটেইন ও রিলিজ প্লেয়ারের লিস্ট জমা দেওয়ার শেষ তারিখ। কিন্তু রিলিজ লিস্ট সামনে আসার পর যা বোঝা যাচ্ছে নামে মিনি নিলাম হলেও তা আদতে হতে চলেছে মেগা নিলামের মতনই।
১৯ ডিসেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৪-এর মিনি নিলামের আসর। তার আগে ২৬ নভেম্বর তারিখ ছিল আইপিএলের ১০টি দলের রিটেইন ও রিলিজ প্লেয়ারের লিস্ট জমা দেওয়ার শেষ তারিখ। কিন্তু রিলিজ লিস্ট সামনে আসার পর যা বোঝা যাচ্ছে নামে মিনি নিলাম হলেও তা আদতে হতে চলেছে মেগা নিলামের মতনই।
advertisement
2/12
কারণ আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৮৯ জন প্লেয়ারকে রিলিজ করেছে। যেখানে রয়েছে দেশ-বিদেশের অসংখ্য তারকা ক্রিকেটার। বড় সংখ্যক প্লেয়ার ছেড়ে দিয়ে একাধিক দল চাইছে নতুন মরশুমের আগে দল ঢেলে সাজিয়ে নিতে বা গুছিয়ে নিতে। এক ঝলকে দেখে নেওয়া যাক আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের কাদের রিলিজ করল।
কারণ আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৮৯ জন প্লেয়ারকে রিলিজ করেছে। যেখানে রয়েছে দেশ-বিদেশের অসংখ্য তারকা ক্রিকেটার। বড় সংখ্যক প্লেয়ার ছেড়ে দিয়ে একাধিক দল চাইছে নতুন মরশুমের আগে দল ঢেলে সাজিয়ে নিতে বা গুছিয়ে নিতে। এক ঝলকে দেখে নেওয়া যাক আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের কাদের রিলিজ করল।
advertisement
3/12
কলকাতা নাইট রাইডার্স: শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ভিসে, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চালর্স।
কলকাতা নাইট রাইডার্স: শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ভিসে, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চালর্স।
advertisement
4/12
মুম্বই ইন্ডিয়ান্স: জোফ্রা আর্চার, ট্রিস্টান স্টাবস, ডুয়ান জানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেরিডিথ, ক্রিস জর্ডন, মহম্মদ আরশাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, রাঘব গয়াল ও সন্দীপ ওয়ারিয়র।
মুম্বই ইন্ডিয়ান্স: জোফ্রা আর্চার, ট্রিস্টান স্টাবস, ডুয়ান জানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেরিডিথ, ক্রিস জর্ডন, মহম্মদ আরশাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, রাঘব গয়াল ও সন্দীপ ওয়ারিয়র।
advertisement
5/12
চেন্নাই সুপার কিংস: বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, অম্বাতি রায়াড়ু, সিসান্দা মাগালা, কাইল জেমিসন, ভগত বর্মা, সুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিং।
চেন্নাই সুপার কিংস: বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, অম্বাতি রায়াড়ু, সিসান্দা মাগালা, কাইল জেমিসন, ভগত বর্মা, সুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিং।
advertisement
6/12
পঞ্জাব কিংস : ভানুকা রাজাপক্ষ, মোহিত রাঠি, বলতেজ ঢান্ডা, রাজ অঙ্গদ বাওয়া ও শাহরুখ খান।
পঞ্জাব কিংস : ভানুকা রাজাপক্ষ, মোহিত রাঠি, বলতেজ ঢান্ডা, রাজ অঙ্গদ বাওয়া ও শাহরুখ খান।
advertisement
7/12
গুজরাত টাইটান্স: ওডিয়েন স্মিথ, আলজারি জোসেফ ও দাসুন শনাকা, যশ দয়াল, কে এস ভরত, শিবম মাভি, উর্বিল প্যাটেল ও প্রদীপ সাঙ্গোয়ান।
গুজরাত টাইটান্স: ওডিয়েন স্মিথ, আলজারি জোসেফ ও দাসুন শনাকা, যশ দয়াল, কে এস ভরত, শিবম মাভি, উর্বিল প্যাটেল ও প্রদীপ সাঙ্গোয়ান।
advertisement
8/12
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ওয়ানিন্দু হাসরঙ্গ, জশ হেজ়লউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি ও ওয়েন পার্নেল, হর্ষল প্যাটেল, সোনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল ও কেদার যাদব।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ওয়ানিন্দু হাসরঙ্গ, জশ হেজ়লউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি ও ওয়েন পার্নেল, হর্ষল প্যাটেল, সোনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল ও কেদার যাদব।
advertisement
9/12
দিল্লি ক্যাপিটালস: রিলি রুসো, রভম্যান পাওয়েল, ফিল সল্ট ও মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, মণীশ পাণ্ডে, কমলেশ নাগারকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, অমন খান ও প্রিয়ম গর্গ।
দিল্লি ক্যাপিটালস: রিলি রুসো, রভম্যান পাওয়েল, ফিল সল্ট ও মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, মণীশ পাণ্ডে, কমলেশ নাগারকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, অমন খান ও প্রিয়ম গর্গ।
advertisement
10/12
লখনউ সুপার জায়ান্টস: ড্যানিয়েল স্যামস, জয়দেব উনাদকাট, মনন ভোরা, স্বপ্নিল সিংহ, করণ শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যাংশ শেগড়ে ও করুণ নায়ার।
লখনউ সুপার জায়ান্টস: ড্যানিয়েল স্যামস, জয়দেব উনাদকাট, মনন ভোরা, স্বপ্নিল সিংহ, করণ শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যাংশ শেগড়ে ও করুণ নায়ার।
advertisement
11/12
রাজস্থান রয়্যালস: জো রুট, জেসন হোল্ডার এবং ওবেদ ম্যাকয়, আব্দুল বাসিথ, আকাশ বশিষ্ঠ, কুলদীপ যাদব, মুরুগান অশ্বিন, কেসি কারিয়াপ্পা ও কেএম আসিফ।
রাজস্থান রয়্যালস: জো রুট, জেসন হোল্ডার এবং ওবেদ ম্যাকয়, আব্দুল বাসিথ, আকাশ বশিষ্ঠ, কুলদীপ যাদব, মুরুগান অশ্বিন, কেসি কারিয়াপ্পা ও কেএম আসিফ।
advertisement
12/12
সানরাইজার্স হায়দরাবাদ: হ্যারি ব্রুক, আকিল হোসেন ও আদিল রশিদ, সমর্থ ব্যাস, কার্তিক ত্যাগী ও বিভ্রান্ত শর্মা।
সানরাইজার্স হায়দরাবাদ: হ্যারি ব্রুক, আকিল হোসেন ও আদিল রশিদ, সমর্থ ব্যাস, কার্তিক ত্যাগী ও বিভ্রান্ত শর্মা।
advertisement
advertisement
advertisement