সূর্যকুমারের খেলা নিয়ে অনিশ্চয়তা:
১৭ আগস্ট থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে পারে। যদি এই সফর বাস্তবায়িত হয় তাহলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবারের মতো ওয়ানডেতে ফিরবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। রোহিত আবার ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের খেলা অনিশ্চিত। কারণ কিছুদিন আগে তার স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। ফলে সূর্যকুমার না খেললে টি-২০ ফরম্যাটে নতুন অধিনায়ক পেতে পারে ভারত। রোহিত খেলবেন বলে এখনও কোনও নিশ্চয়তা দেননি। ফলে রোহিত না খেললেও ওডিআইতেই নতুন অধিনায়ক পাবে টিম ইন্ডিয়া।
advertisement
ভারতীয় ক্রিকেট বোর্ডেরএক কর্মকর্তা জানিয়েছেন, “এই সফরটি আপাতত হতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। এখনো এটি স্থগিত বা বাতিল করার বিষয়ে কোনও আলোচনা হয়নি। সরকারের পক্ষ থেকেও সফর বাতিলের কোনও বার্তা আসেনি। যদি এমন পরিস্থিতি আসে, তখন আমরা সিদ্ধান্ত নেব।” উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এপ্রিলেই এই সিরিজের সম্ভাব্য সূচি প্রকাশ করেছিল।
ওয়ানডে সিরিজ শুরু হতে পারে ১৭ আগস্ট থেকে:
বিসিবি যে সূচি দিয়েছে, তার অনুযায়ী ওয়ানডে সিরিজ ১৭ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২৩ আগস্ট চট্টগ্রামে। এরপর ২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০১৪ সালের পর থেকে ভারত বাংলাদেশের মাটিতে আর কোনও ওয়ানডে সিরিজ জয় করতে পারেনি। আর এর আগে বাংলাদেশে কখনও টি-২০ সিরিজ খেলেনি ভারত। ফলে দুই দিক থেকেই উত্তেজক হতে চলেছে এই সিরিজ।