TRENDING:

Bangladesh Match Venue Cotroversy: শ্রীলঙ্কা বা পাকিস্তান নয়, বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে এই ভ্যেনুতে, প্ল্যান বি ফাঁস

Last Updated:
শ্রীলঙ্কা আর পাকিস্তান নয়, এখন এই ভেন্যুতে হবে Bangladesh এর ম্যাচ, ICC করেছে প্ল্যান B
advertisement
1/7
শ্রীলঙ্কা বা পাকিস্তান নয়, বাংলাদেশের T20 WCর ম্যাচ হবে এই ভ্যেনুতে, প্ল্যান বি ফাঁস
কলকাতা: Bangladesh T20 World New venue: ICC টি২০ বিশ্বকাপ ২০২৬ -র জন্য বাংলাদেশের ভেন্যু নিয়ে ICC-র দুটো অপশন ভাবছে৷ মুস্তাফিজুর রহমানকে নিয়ে IPL বিতর্কের পর বাংলাদেশের বিশ্বকাপের জন্য তাদের খেলোয়াড়দের ভারতে পাঠাতে রাজি হচ্ছে না। বাংলাদেশ নিরাপত্তাজনিত ICC টি২০ বিশ্বকাপ ২০২৬ এ বাংলাদেশের ভেন্যু নিয়ে ঝামেলা আরও বেড়েছে। বাংলাদেশে ক্রিকেট বোর্ড  (Bangladesh Cricket Board)  আর আইসিসি (ICC) এর মধ্যে এই ব্যাপারে এখনও কোনও সমাধান হয়নি।
advertisement
2/7
টুর্নামেন্ট শুরু হতে কমপক্ষে তিন সপ্তাহেরও কম সময় আছে, কিন্তু এখনো পরিষ্কার না Bangladesh এর দল টি২০ বিশ্বকাপের জন্য India আসবে কিনা। কারণ Bangladesh তাদের ভেন্যু বদলাতে ICC কে দু'বার চিঠি দিয়েছে। Bangladesh তাদের সব ম্যাচ যৌথ আয়োজক শ্রীলঙ্কাতে চেয়েছে।
advertisement
3/7
ভেন্যু নিয়ে এই ঝামেলার মধ্যে এখন খবর আসছে ICC বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে করতে চায় না। তাই ভারতেই বিকল্প ভেন্যু খোঁজা হচ্ছে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী ICC আর BCCI তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (Tamil Nadu Cricket Association) আর কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (Kerala Cricket Association) -র সঙ্গে যোগাযোগ করেছে, যাতে বাংলাদেশের ম্যাচগুলি চেন্নাই ও ত Bangladesh এর ম্যাচ Chennai আর তিরুবনন্তপুরমে সরানোর সম্ভাবনা দেখা হচ্ছে।
advertisement
4/7
বাংলাদেশের শ্রীলঙ্কা আর পাকিস্তান নয়, এখন এই ভেন্যুতে হবে বাংলাদেশের ম্যাচ, ICC করেছে প্ল্যান বি -শ্রীলঙ্কা আর পাকিস্তান নয়, এখন এই ভেন্যুতে হবে Bangladesh এর ম্যাচ, ICC করেছে প্ল্যান বি, Bangladesh এর ম্যাচের জন্য প্রস্তুত TNCA আর KCA৷
advertisement
5/7
রিপোর্টে এটাও বলা হয়েছে TNCA আর KCA Bangladesh -র ম্যাচ আয়োজন করতে রাজি হয়েছে। চেন্নাইয়ের চিপক (Chepauk Stadium) এ আগেই ৭টা ম্যাচ আছে। TNCA বলেছে তাদের কাছে ৮টা পিচ আছে, তাই অতিরিক্ত ম্যাচ আয়োজনে কোনো সমস্যা হবে না। কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনও ম্যাচ আয়োজনে রাজি হয়েছে। তাই এখন বাংলাদেশ ম্যাচ ভারতে হওয়ার সম্ভাবনাই বেশি। জানিয়ে রাখি, পাকিস্তানও ও ICC কে প্রস্তাব দিয়েছিল, যদি বাংলাদেশের দল ভারতে খেলতে না যায় তাহলে তাদের ম্যাচ পাকিস্তানে করা যেতে পারে৷
advertisement
6/7
Bangladesh এর বর্তমান শিডিউল কীটি২০ বিশ্বকাপ ২০২৬ এ Bangladesh কে India তে ৪টা লিগ ম্যাচ খেলতে হবে। এর মধ্যে ৩টা ম্যাচ Kolkata এর Eden Gardens Stadium এ হবে, আর ১টা লিগ ম্যাচ Mumbai এর Wankhede Stadium এ হবে। Kolkata তে Bangladesh কে West Indies, Italy আর England এর সাথে খেলতে হবে আর Mumbai তে Nepal এর সাথে খেলতে হবে। আশা করা হচ্ছে ICC সোমবার, ১২ জানুয়ারি Bangladesh এর জন্য নতুন ভেন্যু ঘোষণা করতে পারে।
advertisement
7/7
কেন শুরু হলো ভেন্যু নিয়ে ঝামেলাটি২০ বিশ্বকাপের ভেন্যু নিয়ে এই পুরো ঝামেলা মুস্তাফিজুর রহমানকে IPL ২০২৬ থেকে ছেড়ে দেওয়ার পর শুরু হয়। মুস্তাফিজুরকে IPL এ KKR এর দল ৯.২০ কোটি টাকায় কিনেছিল। Mustafizur Rahman কে ছেড়ে দেয়া হয়েছিল কারণ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হওয়া হিংসার ভারতে প্রতিবাদ হচ্ছিল আর IPL এ Bangladesh র খেলোয়াড়দের বয়কটের দাবি উঠেছিল।
বাংলা খবর/ছবি/খেলা/
Bangladesh Match Venue Cotroversy: শ্রীলঙ্কা বা পাকিস্তান নয়, বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে এই ভ্যেনুতে, প্ল্যান বি ফাঁস
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল