IND VS ENG: ইংল্যান্ডে নেমেই ইতিহাস বৈভব সূর্যবংশীদের, ৪৪২ রানের রেকর্ড ইনিংস! ৩টি বড় রেকর্ড ভারতের ঝুলিতে

Last Updated:

Vaibhav Suryavanshi: ভারতের সিনিয়র ক্রিকেট দল যখন ইংল্যান্ডের বিপক্ষে লিডসে প্রথম টেস্টে হারের মুখ দেখতে হয়েছে। বোলারদের ব্যর্থতা ডুবিয়েছে ভারতীয় দলকে। সেখানে দেশের অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডের মাটিতে এক গৌরবময় জয় তুলে নিল।

News18
News18
ভারতের সিনিয়র ক্রিকেট দল যখন ইংল্যান্ডের বিপক্ষে লিডসে প্রথম টেস্টে হারের মুখ দেখতে হয়েছে। বোলারদের ব্যর্থতা ডুবিয়েছে ভারতীয় দলকে। সেখানে দেশের অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডের মাটিতে এক গৌরবময় জয় তুলে নিল। রেকর্ড বুকে জায়গা করে নিল আয়ূষ মাত্রে, বৈভব সূর্যবংশীরা। অধিনায়ক আয়ুষ মাত্রের নেতৃত্বে ভারত অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড লায়ন্সকে এক প্রস্তুতি ম্যাচে ২৩১ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪৪২ রানের পাহাড় প্রমাণ স্কোর ভারতীয় তরুণরা, যার জবাবে ইংল্যান্ড থেমে যায় ২১১ রানে। এর আগে ভারতের ছোটরা ইংল্যান্ডের মাটিতে কখনও এত বড় জয় পায়নি।
ভারতের ব্যাটিং লাইনআপ ছিল দারুণ ব্যালান্সড। বৈভব সূর্যবংশী তার প্রথম ইংল্যান্ড সফরে ছোট ইনিংস খেললেও (১৩ বলে ১৭ রান), তার আগ্রাসী মনোভাব নজর কেড়ে নিয়েছে। কিন্তু আসল চমক ছিল হরবংশ পাঙ্গালিয়ার ব্যাট থেকে। তিনি নবম ব্যাটার হিসেবে নেমে মাত্র ৫২ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল ৯টি ছক্কা ও ৮টি চার। এ ছাড়া কানিষ্ক চৌহান ৭৯, রাহুল কুমার ৭৩ ও আরএস অমব্রিশ ৭২ রানের অবদান রাখেন। ৯ নম্বরে মনেমে হরবংশ পাঙ্গালিয়ার ইনিংসও জায়গা করে নেয় রেকর্ড বুকে।
advertisement
ব্যাটিংয়ের পর বল হাতেও ভারত ছিল সমান দাপুটে। নয়জন বোলারকে আক্রমণে ব্যবহার করেন আয়ূষ মাত্রে। যা একটি নজির। ইংল্যান্ড লায়ন্সকে ২১১ রানে অলআউট করে দেয় ভারতীয় দল। রান তাড়ায করতে নেমে ইংল্যান্ড কখনওই ম্যাচে সেভাবে লড়াই দিতে পারেনি। একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে পড়ে যায়। এই জয় ভারতীয় দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে পৌঁছে দিয়েছে।
advertisement
advertisement
এই জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ও দুটি চারদিনের ম্যাচের আগে প্রস্তুতি সম্পন্ন করল ভারত। সিরিজের প্রথম ওয়ানডে ২৭ জুন হোবে হোভে। সূর্যবংশী, পাঙ্গালিয়া ও অধিনায়ক মাত্রের নেতৃত্বে এই দলটি ভারতের ভবিষ্যৎ তারকার খোঁজে অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND VS ENG: ইংল্যান্ডে নেমেই ইতিহাস বৈভব সূর্যবংশীদের, ৪৪২ রানের রেকর্ড ইনিংস! ৩টি বড় রেকর্ড ভারতের ঝুলিতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement