বাংলা দলের হেডকোচ লক্ষ্মীরতন শুক্লা উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুলের ভোটার। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর এবং তাঁর বাবা উমেশ শুক্লার নাম মেলেনি। সেই কারণেই এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বলে শোনা যাচ্ছে। বর্তমানে বাংলা দলের কোচ জানিয়েছেন তিনি হাজিরা দেবেন। উত্তর হাওড়ার হিন্দি হাইস্কুলের ভোটার লক্ষ্মীরতন শুক্লা।
advertisement
বাংলার ভোটার মহাম্মদ শামি। সম্প্রতি সাউথ সিটির পিছনে কাটজুনগর স্কুলে SIR শুনানিতে ডাকা হয় শামিকে। ২০০৪-২০০৫ তে কলকাতায় আসেন মহম্মদ শামি। প্রথম ক্লাব ডালহৌসি। তার পর সেখান থেকে টাউন ক্লাবে খেলা। সেখান থেকে বাংলা দলে সুযোগ। পরবর্তীতে ক্লাব ক্রিকেটে মোহনবাগান। এখনও সেই দলের সদস্য তিনি। বাংলার হয়ে খেলতে খেলতে ভারতীয় দলের সুযোগ পেয়ে যান শামি। প্রথমদিকে শামির একটি সমস্যাও হয়েছিল। শামি আহমেদ নাম ছিল তাঁর। পরবর্তীতে সেটা মহম্মদ শামি করে নেন।কলকাতাতে ভোটও দিয়েছেন শামি। উত্তরপ্রদেশের মুরাদাবাদের সাহসপুরে জন্ম শামির। ২০০২ সালে কলকাতায় তিনি ছিলেন না। তাঁর পরিবারের কোনও সদস্যের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। কারণ সামির বাবা-মা দুজনেই উত্তর প্রদেশের ভোটার। বাবা মারা গেছেন। কলকাতায় আসার পর ভোটার কার্ড হয় শামির।
