পাঁশকুড়ার রাধাবল্লভচক এলাকার দয়ালচক গ্রামের এক দরিদ্র পরিবারের আট বছর বয়সী মেয়ে রাখি ভক্তের খেলাধুলার প্রতি প্রবল ঝোঁক। সে দৌড় এবং লং জাম্প সহ বিভিন্ন স্কুল ইভেন্টে অংশগ্রহণ করে। তার স্বপ্ন ছিল বড় সাফল্য অর্জন করা। বিভিন্ন স্কুল ইভেন্টে অংশগ্রহণের পর ছোট্ট রাখি রাজ্য স্তরের লং জাম্প এবং দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। রাজ্য স্তরের লং জাম্প প্রতিযোগিতায় সে ৩.৯ মিটার লাফিয়ে রাজ্য চ্যাম্পিয়ন হয় এবং স্বর্ণপদক জেতে। রাখির এই সাফল্যে গর্বিত গোটা পাঁশকুড়াবাসী। রাখি পাঁশকুড়ার মান রেখেছে রাজ্য স্তরে। তাই তাকে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয় পাঁশকুড়া ব্লক প্রশাসনের উদ্যোগে।
advertisement
এ বিষয়ে পাঁশকুড়া ব্লকের বিডিও জানান, দয়ালচক ভূঁইয়াচক প্রাথমিক স্কুলের ছাত্রী রাখি ভক্তা। লং জাম্পে স্টেট চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের জন্য বিশাল গর্বের মুহূর্ত। ওকে একটাই আশীর্বাদ করব ও আগামীতে যাতে ব্লক ও জেলার নাম আরও উজ্জ্বল করে।
রাখি দুটো ইভেন্টে অংশগ্রহণ করেছিল। লং জাম্প এবং ১০০ মিটার দৌড়। রাখি লং জাম্পে সারা রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। স্বর্ণপদক পেয়েছে। আমরা ওর সাফল্যে পাশে দাঁড়াতে এবং উৎসাহ দিতে ছোট্ট করে সংবর্ধনা দিলাম। আগামীতে ওর পাশে থাকবে ব্লক প্রশাসন। আগামীতে রাখির ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয়, সেই কামনা করলাম। দরিদ্র পরিবারের ছোট্ট এই মেয়েটি তার প্রতিভার স্বাক্ষর রেখেছে রাজ্যস্তরে। রাখির বাবা-মা জানান আগামীতে মেয়ে খেলাধুলার প্রতি এগিয়ে গেলে পাশে দাঁড়াবে। ব্লক প্রশাসনের থেকে এই সম্বর্ধনা আপ্লুত করেছে।
পাঁশকুড়া ব্লক প্রশাসনের তরফ থেকে রাখিকে ফুলের তোড়া, মিষ্টি এবং একটি নতুন জ্যাকেট পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লকের বিডিও মোহন ভার্মা এবং পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি। সব মিলিয়ে রাজ্য স্তরে প্রতিযোগিতায় রাখির এই সোনা জয় পাঁশকুড়ার পাশাপাশি জেলার মানুষকে গর্বিত করেছে।
Saikat Shee





