10 Years Old Miracle Girl: রাজ্য জয় রাজন্যার, ১০ বছরে শরীর বেতের মতো লচপচে, জিমন্যাস্টিকসে সেরা বাংলার মেয়ে
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
10 Years Old Miracle Girl: দশ বছরেই রাজ্য জয়, জিমন্যাস্টিকসে বাঁকুড়ার মুখ উজ্জ্বল করল রাজন্যা রায় -অদম্য ইচ্ছাশক্তি ও নিয়মিত অনুশীলনের জোরে স্কুল থেকে রাজ্য স্তর পর্যন্ত একের পর এক সাফল্য অর্জন করেছে সে।
বাঁকুড়া: বয়স মাত্র দশ বছর, কিন্তু সাফল্যের মাপকাঠিতে সে অনেক বড়দেরও অনুপ্রেরণা। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর অনুশীলন ও অসাধারণ প্রতিভার জোরে রাজ্য জিমন্যাস্টিক প্রতিযোগিতায় সোনার পদক জিতে বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করল খুদে প্রতিযোগী রাজন্যা রায়। রাজন্যার জিমন্যাস্টিকের প্রতি আগ্রহের শুরু একেবারে ছোটবেলা থেকেই। মাত্র তিন বছর বয়সে তার মধ্যে এই খেলাটির প্রতি ঝোঁক লক্ষ্য করেন বাবা-মা। সেই আগ্রহকে গুরুত্ব দিয়েই তাঁরা রাজন্যাকে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন। ধারাবাহিক অনুশীলন ও শৃঙ্খলার মধ্য দিয়ে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে থাকে সে।
প্রথম সাফল্য আসে স্কুল পর্যায়ে—স্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাজন্যা। সেখান থেকেই শুরু হয় তার জয়যাত্রা। পরবর্তীতে স্কুলের প্রতিনিধিত্ব করে পঞ্চায়েত স্তরে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে সে। এরপর একে একে সার্কেল স্তর, বিষ্ণুপুর সাব-ডিভিশন ও জেলা স্তরের প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে পরপর প্রথম স্থান দখল করে রাজন্যা। সবচেয়ে বড় সাফল্য আসে রাজ্য স্তরে। রাজ্য জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে সোনার পদক জয় করে রাজন্যা রায়।
advertisement
advertisement
এই কৃতিত্বের মাধ্যমে সে শুধু নিজের পরিবার নয়, গোটা বাঁকুড়া জেলার গর্বে পরিণত হয়েছে রাজন্যার এই সাফল্যের পিছনে রয়েছে তার বাবা-মায়ের নিরন্তর সহযোগিতা ও উৎসাহ। পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সবসময় তাকে অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছেন। জিমন্যাস্টিক প্রশিক্ষক মুকেশ চৌধুরীর কাছেই নিয়মিত প্রশিক্ষণ নিয়ে নিজের দক্ষতাকে আরও নিখুঁত করে তুলছে সে।
advertisement
উল্লেখযোগ্য বিষয় হল, জিমন্যাস্টিকের পাশাপাশি রাজন্যা নাচ, গান, আঁকা ও পড়াশোনাতেও সমান পারদর্শী। পাত্রসায়ের ব্লকের তেলুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এই ছাত্রী ইতিমধ্যেই তার বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছে। এত অল্প বয়সেই লক্ষ্য স্থির রেখে যেভাবে এগিয়ে চলেছে রাজন্যা রায়, তাতে তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী গোটা বাঁকুড়া জেলা।
Neelanjan Banerjee
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2026 10:53 PM IST








