IPL Like Tournament In Purulia: জমজমাট পুরুলিয়ার রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি, ব্যাট-বলের লড়াইতে এ যেন জেলার আইপিএল
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
IPL Like Tournament In Purulia: ব্যাট-বলের লড়াইয়ে জমজমাট পুরুলিয়ার রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি
পুরুলিয়া: পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের যুবসমাজকে ক্রিকেটের প্রতি আরও উৎসাহিত করে তুলতে শুরু হয়েছে রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি। আইপিএলের আদলে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট বরাবরের মত এবারও রঘুনাথপুর শহরের বুকে সৃষ্টি করল এক উৎসবমুখর পরিবেশ। এবার তৃতীয় বর্ষে পদার্পণ করল এই জনপ্রিয় টুর্নামেন্টটি। টানা ৮ দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতাকে ঘিরে শহরের যুবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রঘুনাথপুর শহরের মোট ১৩টি ওয়ার্ডের ১৩টি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। প্রতিটি ম্যাচেই দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই, যা দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা ছড়িয়ে দেয়।
উল্লেখ্য, রঘুনাথপুর শহরের ক্রিকেটপ্রেমী প্রয়াত যুবক বিশাল গোস্বামী-র স্মৃতির উদ্দেশ্যে প্রায় তিন বছর আগে এই টুর্নামেন্টের সূচনা হয়। মূলত শহরের যুবসমাজকে ক্রিকেটের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সংস্কৃতি গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফির অন্যতম উদ্যোক্তা বিমান গোস্বামী জানান, “রঘুনাথপুর শহরের ক্রিকেটপ্রেমী মানুষজনদের মাঠের মধ্যে নিয়ে আসতেই শুরু হয়েছিল রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি। আজ যেভাবে আইপিএল সারা বিশ্বে সাড়া ফেলেছে, ঠিক তেমনভাবেই আমাদের রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফিও শহরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামী দিনে এই খেলাকে আরও উন্নত ও আকর্ষণীয় করে তুলতে আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
advertisement
advertisement
বর্তমানে রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি শুধুমাত্র একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়, বরং এটি শহরের যুবসমাজের আবেগ, ঐক্য ও উৎসবের প্রতীক হয়ে উঠেছে।
Shantanu Das
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2026 7:28 PM IST










