সাপ্তাহিক ৩০ মিনিটের ক্লাস, এতেই কয়েক মাসে দারুণ সাফল্য। সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা পঠন-পাঠনের পাশাপাশি দারুন আগ্রহ দেখাচ্ছে মেডিটেশন ও যোগা ক্লাসে। অল্পদিনে ছাত্রছাত্রীরা সুশিক্ষিত এবং যোগ অভ্যাসে দারুন আগ্রহ দেখাচ্ছে। মানসিক ফিট থাকতে মেডিটেশন, যোগ অভ্যাস এবং থ্যাঙ্ক ইউ বার্তার মত বেশ কিছু কৌশল। যা শৈশব থেকে লেখাপড়া অর্থাৎ বিদ্যান হওয়ার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। এ প্রসঙ্গে অভিভাবক এবং শিক্ষিকা জানান, অল্প কয়েক মাসে ছেলে-মেয়েদের মধ্যে দারুণ পরিবর্তন। ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে থাকা কোন অভ্যাস বর্জন করতে শুরু করেছে। নিজেদের মধ্যে মূল্যবোধের শিক্ষা গ্রহণ করছে। এই প্রশিক্ষণের ফলে লেখাপড়ার দিকেও উন্নতি ঘটছে।
advertisement
আরও পড়ুনঃ How To Make Egg Malai Curry: চিংড়ি মালাইকারি নয়, কখনও ডিমের মালাইকারি খেয়েছেন? জেনে নিন রেসিপি
এ প্রসঙ্গে প্রশিক্ষক লাইফ কোচ অভিজিৎ পোড়েল জানান,”এর মাধ্যমে ছেলেমেয়েরা ছোট থেকেই শরীর সুস্থ রাখার সঠিক শিক্ষা শিক্ষিত হওয়ার পাশাপাশি মূল্যবোধ সম্পর্কে অবগত হবে। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের ক্যাম্প এবং ক্লাস শুরু হয়েছে। আরও আরও কয়েকটি স্কুলে এই ক্লাস শুরু হতে চলেছে বলে জানান তিনি। ভবানী গার্লস বালিকা বিদ্যালয়ে শিবির হয়েছে। বেলুড় গার্লস প্রাইমারি স্কুলে প্রতি সপ্তাহের ক্লাস চলছে গত কয়েক মাস। আগামী কয়েকদিনের মধ্যে সাতরাগাছি কেদারনাথ ও সাঁতরাগাছি ভানুমতি স্কুল, শিবপুর দেশবন্ধু, হিন্দু গার্লস ক্লাস শুরু হতে চলেছে।”
রাকেশ মাইতি





