বিশ্বনাথ রবি শাস্ত্রির ছোটবেলার নায়ক। ভারতের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান। বলা হয় তার মত স্কোয়ার কাট আজ পর্যন্ত কেউ মারতে পারেনি ভারতীয় ক্রিকেটে। গাভাসকার বা সচিনও নন। রবি শাস্ত্রী বলেছেন বিশ্বনাথ ছোটখাটো চেহারা সত্ত্বেও যেভাবে ওপরে ওঠা বল ব্যাকফুটে গিয়ে পঞ্চ করতেন, এই ছেলেটা সেভাবেই খেলে। যেমন ভাল বল ছেড়ে দিতে পারে, তেমনই লুজ বল পেলে মাঠের বাইরে পাঠাতে ভয় পায় না। কব্জির কাজ আছে খেলায়।
advertisement
শাস্ত্রী মনে করেন নিজেকে ধরে রাখতে পারলে কিগান পিটারসেন আগামীদিনে একজন সুপারস্টার হতে চলেছে। কমপ্লিট ব্যাটসম্যান। ডিফেন্স মজবুত। ব্যাট এবং প্যাড একসঙ্গে থাকে প্রায়। এলবিডব্লিউ হওয়ার সুযোগ দেয় না। তাছাড়া নামের ইনিশিয়াল কে পি। অর্থাৎ বিখ্যাত ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনের মতই। আগামীদিনে ক্রিকেট বিশ্বে আরও একজন কে পির আগমন ঘটতে চলেছে নিশ্চিত শাস্ত্রী।
যার সম্পর্কে এত প্রশংসা, সেই কিগান পিটারসেন জানিয়েছেন সিরিজ জয়ের ক্ষেত্রে অবদান রাখতে পেরে দারুণ খুশি। নিজের দক্ষতার উপর ভরসা ছিল। পাশাপাশি শামি, বুমরাহদের মোকাবিলা করা সহজ ছিল না। ভারতের বোলিং আক্রমণ যথেষ্ট গভীর। কিন্তু প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর বুঝতে পেরেছিলেন কি করনীয়।
সেই মতো চেষ্টা করেছেন ডিফেন্স এবং আক্রমণ গড়ে তোলার। পা এর ব্যবহার নিয়ে পরিশ্রম করেছেন। তাতেই সাফল্য। পিটারসেন মনে করেন ভারতের বিরুদ্ধে অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল নিয়েও দক্ষিণ আফ্রিকা প্রমাণ করে দিল তারা শেষ হয়ে যায়নি।