ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল দুজনেই অস্ট্রেলিয়া থেকে দুবাই হয়ে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন। কোচ এবং অধিনায়ক ছাড়াও একই সঙ্গে অস্ট্রেলিয়া থেকে টেস্ট দলে থাকা দুই ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর ও বুমরাহ রবিবার রাতেই কলকাতায় পৌঁছে যাবেন। বাকি টেস্ট দলের ক্রিকেটাররা সোমবার বিভিন্ন সময় কলকাতায় আসবেন।
advertisement
ভারতীয় দলের কোচ অধিনায়ক সহ মোট চারজন ক্রিকেটার আসছেন রবিবার। এছাড়া গোটা দক্ষিণ আফ্রিকা দল টেস্ট ম্যাচ খেলতে রবিবার সন্ধ্যাবেলায় চলে আসছে কলকাতায়। তবে সোমবার অনুশীলন করবে না দক্ষিণ আফ্রিকা৷ মঙ্গলবার থেকে শুরু হবে অনুশীলন। ভারতীয় দলও মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবে।
তবে সূত্রের খবর সোমবার ইডেনের উইকেট দেখতে যেতে পারেন ভারতীয় দলের কোচ এবং অধিনায়ক। ১৪ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচ শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততে কোনওরকম খামতি রাখতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই অস্ট্রেলিয়া থেকে একদিনের জন্য বাড়ি না গিয়ে সরাসরি টেস্ট সিরিজে ঢুকে পড়ছে টিম ইন্ডিয়া
