ইডেনের মাঠে মুখ্যমন্ত্রী বঙ্গভূষণ সম্মাননার পাশাপাশি সোনার চেন দেন, তবে সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে ছিল ডিএসপি পদে চাকরি৷ এদিন পশ্চিমবঙ্গ পুলিশ রিচা ঘোষকে নিজেদের ডিএসপি পদে পাওয়ার আনন্দ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছে৷
পশ্চিমবঙ্গ পুলিশের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে ‘‘Heartiest Congratulations, DSP Richa Ghosh! Richa Ghosh, the pride of Bengal, is now a Deputy Superintendent of Police (DSP). The Government of West Bengal has appointed Richa Ghosh, a crucial member of the World Cup-winning Indian Women’s Cricket Team, to the post of Deputy Superintendent of Police in West Bengal Police. Salute, Richa!’ অর্থাৎ ‘হৃদয় থেকে সম্বর্ধনা রিচা ঘোষ, রিচা বাংলার গর্ব এখন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি)৷ পশ্চিমবঙ্গ সরকার ভারতের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যকে ডিএসপি পদে নিযুক্ত করল৷ স্যালুট রিচা৷’
এদিকে এদিন ইডেনে আসার আগে লালবাজারে গিয়েছিলেন রিচা ঘোষ৷ সেখানেই তাঁর সঙ্গে পুলিশের চাকরি নিয়ে কথা হয় পুলিশ কর্তাদের৷ আর ইডেনে তারই আনুষ্ঠানিক ঘোষণা হয়৷
