Muskan Rastogi Delivery Date: স্বামীকে সরিয়ে দিয়েছিল প্রেমিকের সঙ্গে মিলে, প্রেগন্যান্ট মুসকানের এ মাসেই ডেলিভারি ডেট, প্রেমিক না বর কে সন্তানের বাবা জানতে ডিএনএ টেস্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Muskan Rastogi Delivery Date: জেল ম্যানুয়াল অনুযায়ী ৬ বছর পর্যন্ত শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। খাদ্যাভ্যাসের সঙ্গে গর্ভবতী মুসকানকে ভিটামিনের ট্যাবলেটও দেওয়া হয়। মুসকান তার শিশুকে কৃষ্ণের মতো দেখতে চায়। মু
: সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল সৌরভ রাজপুতের হত্যাকাণ্ড৷ নীল ড্রামে স্বামীর মৃতদেহ সিমেন্টের মধ্যে মিশিয়ে রেখে দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছিল মুসকান৷ সৌরভ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত স্ত্রী মুসকানকে নিয়ে বড় তথ্য সামনে এসেছে। হত্যারোপিত মুসকানের ডেলিভারি নিয়ে তারিখ সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুসকানের গর্ভে থাকা শিশুর জন্ম হতে পারে।
advertisement
মেরঠ জেলা কারাগারের সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট ভিরেশ রাজ শর্মা এই তথ্য দিয়েছেন। মুসকানের ডেলিভারি জেল প্রশাসনের জন্য চ্যালেঞ্জ। প্রশ্ন হল জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজে হবে ডেলিভারি। মুসকানের নিরাপত্তার জন্য জেলা প্রশাসনকে জেল প্রশাসন চিঠি লিখবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮ মাসের গর্ভবতী মুসকান। স্বামীর হত্যার অভিযোগে ৮ মাস ধরে জেলে বন্দি মুসকান। SOP অনুযায়ী জেল প্রশাসন মুসকানের যত্নে ব্যস্ত।
advertisement
মুসকানের ওজন বেড়েছে ২২ কিলোজানিয়ে রাখি যে জেল প্রশাসন গর্ভবতী মহিলাদের নিয়ম অনুযায়ী মুসকানের যত্ন নেওয়া হচ্ছে। য জেলে থাকাকালীন মুসকানের ২২ কিলো ওজন বেড়েছে। প্রতি সপ্তাহে মুসকানের আল্ট্রাসাউন্ড হচ্ছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে তার যত্ন নেওয়া হচ্ছে। মুসকানের খাদ্যাভ্যাসের বিশেষভাবে যত্ন নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
শিশুর DNA টেস্ট নিয়ে এখনও প্রশ্নজেলে প্রতিদিন আরতি এবং সুন্দরকাণ্ডের পাঠের সময় মুসকান উপস্থিত থাকে। জানিয়ে রাখি যে জেলে গর্ভবতী মহিলাদের থেকে কোনও কাজ করানো হয় না। জেলা মহিলা চিকিৎসালয়ে ডেলিভারির জন্য আসন্ন দিনে মুসকানকে ভর্তি করা হবে। ৬ বছর পর্যন্ত বাচ্চাকে মা তার সঙ্গে জেলে রাখতে পারে। অন্যদিকে যখন তাদের মুসকানের শিশুর DNA টেস্টের দাবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন জেল সুপারিনটেনডেন্ট বলেছিলেন যে এই বিষয়ে মাননীয় আদালতই সিদ্ধান্ত নেবে।
advertisement
মুসকান চায় তার শিশু কৃষ্ণের মতো দেখতে হোকজেল ম্যানুয়াল অনুযায়ী ৬ বছর পর্যন্ত শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। খাদ্যাভ্যাসের সঙ্গে গর্ভবতী মুসকানকে ভিটামিনের ট্যাবলেটও দেওয়া হয়। মুসকান তার শিশুকে কৃষ্ণের মতো দেখতে চায়। মুসকানের বিশ্বাস যে শিশু তার জীবনের আশ্রয় হবে। অন্যদিকে তার প্রেমিক জেলে অভিযুক্ত সাহিল চাষাবাদের কাজ করে।
