TRENDING:

Mamata Banerjee and Richa Ghosh: রিচায় মুগ্ধ মমতা, মুখ্যমন্ত্রীর ডিজাইন করা লকেটই পরলেন, ডিএসপি পদের জন্যেও সওয়াল তাঁরই

Last Updated:
Mamata Banerjee and Richa Ghosh: রিচার ডিএসপি চাকরি মুখ্যমন্ত্রী স্পেশাল অনুমতিতেই হয়েছে। কারণ এই র‍্যাঙ্কে চাকরির জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এখনও সম্পূর্ণ হয়নি বিচার, এমনটাই জানিয়েছে সূত্র৷
advertisement
1/5
মুখ্যমন্ত্রীর ডিজাইন করা লকেটই পরলেন, ডিএসপি পদের জন্যেও সওয়াল মমতারই
রিচাকে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সোনার চেনটি দিয়েছেন তার লকেটটি মুখ্যমন্ত্রীর নিজের ডিজাইন করা।
advertisement
2/5
দ্বিতীয়ত, রিচার ডিএসপি চাকরি মুখ্যমন্ত্রী স্পেশাল অনুমতিতেই হয়েছে। কারণ এই র‍্যাঙ্কে চাকরির জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এখনও সম্পূর্ণ হয়নি বিচার, এমনটাই জানিয়েছে সূত্র৷
advertisement
3/5
এদিকে  এদিন রাজ্যের তরফে পুরস্কার বঙ্গভূষণ, সোনার চেন, রাজ্য সরকার এর তরফে ডেপুটি সুপারিনটেন্ট অফ পুলিশের নিয়োগ পত্র তুলে দেওয়া হল।
advertisement
4/5
এদিকে এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমরা চাই রিচা একদিন ঝুলন গোস্বামীর মতো জায়গায় পৌঁছাবে। একদিন যেন আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়ার ক্যাপ্টেন। ‌’’
advertisement
5/5
একের পর স্মারক, সম্মান হাতে তুলে দেওয়ার পর- রিচার উচ্ছ্বসিত প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷  তিনি বলেন, ‘রিচা ভালবাসা দিয়ে বাংলা বিশ্ব জয় করবে আরও আরও। মনের শক্তি সব থেকে মানসিক শক্তি। নিজের কাজ নিজেকে করে যেতে হবে। দুর্গমকে জয় করে সেই জায়গায় পৌঁছাতে হবে। লড়তে হবে, করতে হবে, খেলতে হবে, জিততে হবে।’
বাংলা খবর/ছবি/খেলা/
Mamata Banerjee and Richa Ghosh: রিচায় মুগ্ধ মমতা, মুখ্যমন্ত্রীর ডিজাইন করা লকেটই পরলেন, ডিএসপি পদের জন্যেও সওয়াল তাঁরই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল