কেকেআরের অফিসিয়াল ওয়েবসাইটে আইয়ার জানিয়েছেন, ‘‘আমরা বাস্তবে খুব ভাল শুরু করেছিলাম৷ নিজেদের শুরুর চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে জিতেছি৷ এরপর আমাদের জন্য সবকিছু ঠিক দিকে যায়নি৷ কিন্তু আমার দলের ওপর ভরসা রয়েছে৷ আমরা ময়দানে নামার পর সমস্ত বিভাগে ভাল পারফর্ম করছি৷
আরও পড়ুন - Ravi Shastri on Virat Kohli: আইপিএল খেলাটা ছাড় তো এখন, প্রিয় ছাত্রকে এত বড় কথা বললেন শাস্ত্রী
advertisement
তিনি আরও বলেন , ‘‘আমরা খালি স্ট্র্যাটেজি ফলো করতে পারছি না৷ এটা শুধু সময়ের কথা৷ একবার যখন আমরা ফর্মে আসব, তখন এই দলকে আটকানো মুশকিল হবে৷ ’’
কেকেআর ২০২১ এ এইভাবেই টুর্নামেন্টে ফিরেছিল আর সেই আশাই এবারেও করছে নাইট থিঙ্কট্যাঙ্ক৷ সেবার আইপিএলে ৭টি ম্যাচের মাত্র ২ টি জিতেছিল কেকেআ৷ আর শেষ ৭ ম্যাচের ৫ ম্যাচেই জিতেছিল কেকেআর৷ তাদের দল তখন কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করেছিল৷
আরও পড়ুুন- Virat Kohli Video: ফের আউট, মুখে লেপ্টে রইল হাসি, কি হল বিরাট কোহলির, ভাইরাল ভিডিও
কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, ‘‘আমরা সবে সবেই জেনেছি কোয়ালিফায়ার্স ইডেন গার্ডেন্সে হবে৷ তাই ম্যাচ জেতার জন্য নিজেদের দিক থেকে একশ শতাংশ প্রয়াস করব আমরা৷ যাতে আমরা গিয়ে ফ্যানদের মনোরঞ্জন করতে পারি৷ দলের পরিবেশ শানদার রয়েছে৷ হার কিম্বা জয় খেলার অংশ৷ আমরা এক দল হিসেবে প্রস্তুতি করছি যা শানদার৷ ম্যাচ জেতার জন্য আমাদের ক্রিকেটাররা কড়া প্রস্তুতি সারছে৷ ’’
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে খেলবে কেকেআর৷ এই ম্যাচে ফের জয়ের ধারায় ফিরতে বদ্ধপরিকর কেকেআর এমনটাই জানিয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়ার৷