#মুম্বই: বিরাট কোহলি আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি রান বানানো ক্রিকেটার৷ তাঁর নামের পাশে আইপিএলে ৫ টি শতরানস এবং ৪২ টি অর্ধশতরান রয়েছে৷ কিন্তু এহেন রানের মালিক একেবারে জঘন্য পারফরম্যান্স নিয়ে একেবারে নাজেহাল হয়ে রয়েছেন৷ বিরাট কোহলি গত আইপিএল মরশুমেই জানিয়ে দিয়েছিলেন তিনি আর আইপিএল ২০২২ এ অধিনায়ক থাকবেন না৷ তাই এই মরশুমে ফ্যাফ ডু প্লেসিসকে অধিনায়ক করে আরসিবি৷ এই অবস্থায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী তাঁকে এক বিরাট পরামর্শ (Ravi Shastri on Virat Kohli) দিয়েছেন৷
রবি শাস্ত্রী যতীন সপ্রু ইউটিউব চ্যানেলের জন্য দেওয়া ইন্টারভিউতে তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় ব্রেক নেওয়া ওঁর জন্য আদর্শ হবে৷ কারণ ও ননস্টপ ক্রিকেট খেলছে৷ তিনি সব ফর্ম্যাটেই দলের অধিনায়কত্ব করেছেন৷ তাঁর ব্রেক নেওয়া বুদ্ধিমানের হবে৷ আপনি জানবেন কখনও কখনও ব্যালান্স রাখা প্রয়োজন৷ আপনি যদি আন্তর্জাতিক কেরিয়ার লম্বা করতে চান, যদি চান ৬-৭ বছরে আপনি ছাপ ছাড়তে চান তাহলে আইপিএল থেকে বেরিয়ে যান৷’’
শাস্ত্রী এ ছাড়াও বলেন এই পরামর্শ শুধু কোহলিকে নয় এরকম ভাবে ফর্মের জন্য লড়ছেন তাঁদেরও দিয়েছেন৷ ভারতে খেলার সময় এই স্টার ক্রিকেটাররা ব্রেক নেওয়ার বদলে এখন ব্রেক নেওয়া ভাল হবে৷ শাস্ত্রি আরও বলেন, ‘‘আপনি ১৪-১৫ বছর খেলছেন৷ বিরাটই শুধু নয়৷ আমি অন্য ক্রিকেটারদেরও এই কথা বোঝাব৷ যদি আপনি লম্বা খেলতে চান, যদি ভারতের জন্য খেলতে চান তাহলে এই রেখা টানতেই হবে যেখানে আপনি ব্রেক নিতে চাইবেন৷ আদর্শ ব্রেকের সময় তখন হবে যখন ভারতের খেলা থাকবে না৷ ’’
আইপিএল ২০২২ এ বিরাট কোহলি-র খারাপ ফর্ম জারি রয়েছে৷ লিগের ১৫ তম মরশুমে তিনি আরসিবি-র জার্সিতে ৯ ম্যাচ খেলেছেন৷ তাতে তাঁর ব্যাট থেকে মাত্র ১২৮ রান এসেছে৷ তাঁর ব্যাটিং গড় ১৬ রান৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলা ম্যাচে তিনি অনুজ রাওয়াতের জায়গায় ব্যাটিং করতে আসেন৷ ক্রিকেট ফ্যানরা ভেবেছিলেন তাঁর ব্যাট এদিন ভাল কিছু করে দেখাবে, কিন্তু প্রত্যাশাই সার, এরকম কিছুই হয়নি৷