আরও পড়ুন - KKR, Brendon McCullum : নতুন কেকেআর আগুন ঝড়াবে এবার! কথা দিচ্ছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম
প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান আরও একধাপ এগিয়ে মন্তব্য করেছেন যে, ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও একদিন ভেঙে দেবেন পন্থ। ভারতীয় কিপারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন ধোনি। ৯০ টেস্টে তাঁর সংগ্রহ ৪ হাজার ৮৭৬ রান। তালিকায় চার নম্বরে রয়েছেন পন্থ। ৩০ টেস্টে ১ হাজার ৯২০ রান করেছেন তিনি। তার মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মাটিতে উপহার দিয়েছেন দুরন্ত সেঞ্চুরি।
advertisement
ইরফানের ভবিষ্যদ্বাণী, ওর বয়স মাত্র ২৪। এই বয়সেই যথেষ্ট উন্নতি করেছে পন্থ। আমি নিশ্চিত, আরও অন্তত ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ওকে দেখা যাবে। সেক্ষেত্রে টেস্টে ভারতীয় কিপারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক ওই হবে। এটা নিয়ে আমার মনে কোনও সংশয় নেই। কঠিন পরিস্থিতিতে বেশ কয়েকটি ম্যাচ-জেতানো ইনিংস খেলে ক্রিকেট মহলে প্রশংসিত হয়েছেন ঋষভ।
চিন্নাস্বামী স্টেডিয়ামে সদ্যসমাপ্ত গোলাপি বলের টেস্টে স্পিন-সহায়ক পিচেও পাঁচ নম্বরে নেমে ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছেন দুই ইনিংসেই। রবিবার তো ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়ার পথে ভেঙে দিয়েছেন কপিল দেবের রেকর্ড। ৪০ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরিতে পৌঁছতে কপিল নিয়েছিলেন ৩০ বল। পন্থের সেখানে লেগেছে ২৮টি বল।
ভারতীয় কিপার-ব্যাটসম্যান হিসেবেও এটি দ্রুততম অর্ধশতরান। তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেলেন ধোনি। ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ফয়সালাবাদ টেস্টে মাহি হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ৩৪ বলে। ইরফানের কথায়, ব্যাটিং টেকনিকে নজরকাড়া উন্নতি হয়েছে পন্থের। আগে ও শুধু লেগসাইডে শট খেলত। এখন অফসাইডেও মারছে।