TRENDING:

Rishabh Pant named captain of India vs SA T-20: ভারতীয় দলের অধিনায়ক ঋষভ পন্থ! রাহুল চোট পেতে বড় সুযোগ ধোনির উত্তরসূরীর

Last Updated:

Rishabh Pant named captain of India vs SA T-20: ভারতীয় দলের ক্যাপ্টেন ঋষভ পন্থ। ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল। পাঁচ ম্যাচের সিরিজে অধিনায়ক হিসেবে নির্বাচিত রাহুল সাইড স্ট্রেনে ভুগছেন। সেই কারণে ৯-১৯ জুনের সিরিজে খেলতে পারবেন না তিনি। সিরিজে সহ-অধিনায়ক ঋষভ পন্থকে এবার অধিনায়কের দায়িত্ব দেওয়া হল। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
advertisement

এই সিরিজটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। আগামী ৯ জুন বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে সিরিজের প্রথম ম্যাচ। আইপিএলে ধারাবাহিক খেলার কারণে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং পেসার জসপ্রিত বুমরাহকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে রাহুলের চোট নিঃসন্দেহে দলের জন্য চিন্তার বিষয়।

advertisement

আরও পড়ুন- এক ইনিংসে ৯ ক্রিকেটারের হাফসেঞ্চুরি, অনবদ্য নজির গড়ল বাংলা

দিল্লিতে টানা ১৩টি টি-টোয়েন্টি জিতে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। টানা ১২টি ম্যাচ ইতিমধ্যে দিল্লিতে জিতেছে ভারত। তবে রাহুল দ্রাবিড় এই রেকর্ডকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। দলের প্রধান কোচ সিরিজ জেতার ব্যাপারে সিরিয়াস। টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাঁর নজর রয়েছে। এমন পরিস্থিতিতে তিনি নতুন এবং অভিজ্ঞ ক্রিকেটারদের পরীক্ষা করার চেষ্টা করবেন।

advertisement

চলতি বছরের শেষের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ ভারতের কাছে গুরুত্বপূর্ণ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নক আউট পর্বে পৌঁছতে পারেনি।

ভারতীয় স্কোয়াড: রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।

advertisement

আরও পড়ুন- Ind vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে পাল্লা ভারি টিম ইন্ডিয়ার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, ওয়েন পার্নেল, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, সেন্ট রাবসেন, সেন্ট রাব্বাস, মার্কো জ্যানসেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant named captain of India vs SA T-20: ভারতীয় দলের অধিনায়ক ঋষভ পন্থ! রাহুল চোট পেতে বড় সুযোগ ধোনির উত্তরসূরীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল