আরও পড়ুন - Jason Cummings: মেসির সঙ্গে বিশ্বকাপ খেলা ফুটবলার মোহনবাগানে! দাম শুনলে আঁতকে উঠবেন
দিল্লির বিরুদ্ধে শেষ বলের নাটকীয় জয় পেয়েছে মুম্বই। অসাধারণ খেলেছেন তিলক। মিডল অর্ডারে ২৯ বলে ৪১ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। মেরেছেন চারটে ছক্কা। তিলক জানিয়েছেন তার লক্ষ্য সুযোগ পেলেই নিজেকে মেলে ধরা। মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করা। ইলেকট্রিক মিস্ত্রির ছেলে প্রচুর কষ্ট করেছেন একটা সময়।
advertisement
সেসব যদিও মনে রাখতে চান না। রবি শাস্ত্রী জানিয়েছেন তিলক ভারতীয় দলে খেলার যোগ্যতা রাখে। প্রতিভাবান, ঠান্ডা মাথা এবং চাপ নেওয়ার ক্ষমতা আছে। এত অল্প বয়সে সবার এত গুণ থাকে না। এটা বড় ক্রিকেটারের লক্ষণ। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা বিশ্বাস করেন তিলক পরবর্তী সুপারস্টার। বিপদের মুখে দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা আছে।
ম্যাচের পরিস্থিতি বুঝে গিয়ার পাল্টাতে পারেন। তিলক অবশ্য ভারতীয় দল নিয়ে ভাবতে রাজি নন এই মুহূর্তে। তার যাবতীয় ফোকাস শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্সকে ঘিরে। আইপিএল শেষ হলে ঘরোয়া ক্রিকেটে মন দেবেন। তবে এই ছেলেকে ভারতীয় দলে ডাক পেতে খুব বেশি অপেক্ষা করতে হবে না সেটা নিশ্চিত করে বলা যায়।