TRENDING:

Prasidh Krishna : গতি এবং বাউন্সে বিপক্ষক ব্যাটসম্যানদের উড়িয়ে দিতে চান প্রসিদ্ধ কৃষ্ণ

Last Updated:

Prasidh Krishna wants to bowl fast and more accurate after 4 wickets vs West Indies. প্রসিদ্ধ কৃষ্ণ লম্বা রেসের ঘোড়া বলে দিলেন রোহিত। গতি এবং বাউন্সে বিপক্ষক ব্যাটসম্যানদের উড়িয়ে দিতে চান প্রসিদ্ধ কৃষ্ণ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রসিদ্ধ কৃষ্ণ লম্বা রেসের ঘোড়া বলে দিলেন রোহিত
প্রসিদ্ধ কৃষ্ণ লম্বা রেসের ঘোড়া বলে দিলেন রোহিত
advertisement

আরও পড়ুন - Rohit Sharma captain: চাহালকে বকুনি দেওয়া থেকে বোলিং পরিবর্তন, অধিনায়ক রোহিত দাবাং অবতারে !

বছর খানেক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে দেশের জার্সিতে আত্মপ্রকাশ ঘটেছিল তার। চার উইকেট তুলে নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। কিন্তু ধারাবাহিকতার অভাবে ভুগেছেন। এবার আবার চার উইকেট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করল। ৪৪ রানে দ্বিতীয় একদিনের ম্যাচে তারা জয়লাভ করেছে।

advertisement

আরও পড়ুন - Yash Dhull coach : দিল্লির হয়ে এবার রঞ্জি দলে খেলবেন অনূর্ধ্ব উনিশ অধিনায়ক ইয়াশ ধুল

এই ম্যাচে যদি সবথেকে বেশি কোনও ক্রিকেটারের পারফরম্য়ান্স নজর কাড়ে, তাহলে তিনি অবশ্যই প্রসিদ্ধ কৃষ্ণা। বুধবার একাই তিনি চার উইকেট শিকার করেছেন। আর তাঁর পারফরম্যান্সের দৌলতেই ভারতীয় ক্রিকেট দল যে এই ম্যাচটা জিততে পেরেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। খুব স্বাভাবিকভাবেই ম্যাচের শেষে তাঁরই হাতে সেরার পুরস্কারটি তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত কৃষ্ণা।

advertisement

তিনি বললেন, অনেকদিন ধরেই আমি এই পারফরম্যান্সের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে সেই পারফরম্যান্সটা করতে পেরে, আমি যারপরনাই খুশি। তবে তার থেকেও বড় বিষয় হল আমরা ম্যাচটা জিততে পেরেছি। এর থেকে বড় কিছু আর হতে পারে না। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, আমি শুধুমাত্র ভালো জায়গায় বলটা রাখার চেষ্টা করে গিয়েছি। এমনকী আমি যখন ব্যাট করতে নেমেছিলাম, তখনও বল সুইং করছিল। তখনই বুঝতে পেরেছিলাম যে এই উইকেটে আমরা যখন বল করব, তখন আমার জন্য অনেককিছু থাকবে।

advertisement

আমি লাইন এবং লেংথটা বজায় রাখার চেষ্টা করেছি। তারপর তো বলই কথা বলেছে। যতটা পেরেছি নিজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। প্রসিদ্ধ মনে করেন গত কয়েক মাসে তিনি নিজেকে আরও ধারালো করে তুলেছেন। বিশ্বকাপ দলে থাকার জন্য নিজের সেরাটা দিতে মরিয়া ছয় ফুট, দুই ইঞ্চির পেসার।

বাংলা খবর/ খবর/খেলা/
Prasidh Krishna : গতি এবং বাউন্সে বিপক্ষক ব্যাটসম্যানদের উড়িয়ে দিতে চান প্রসিদ্ধ কৃষ্ণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল