জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা গত ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছে। নন্দিনী পুড়শুড়ার সারদামণি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার-পরিজন থেকে শুরু করে বন্ধুবান্ধব, প্রতিবেশী, প্রশিক্ষক সকলে। উল্লেখ্য, নন্দিনীর বাবা নকুল সাঁতরা পেশায় দিনমজুর। অভাবের সংসার। সেই অভাবকে জয় করেই ২০১৯ সালে নন্দিনী রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়, লং জাম্প ও রিলে দৌড় তিনটি বিভাগে রাজ্যের মধ্যে প্রথম হয়ে দৃষ্টান্ত তৈরি করেছিল। এবার দেশের সেরা হয়ে সবাইকে চমক দিয়েছে এই কিশোর।
advertisement
আরও পড়ুন: জাতীয় যোগাসনে সুযোগ রায়দিঘির কিশোরের
আগামীদিনে আরও উন্নতমানের প্রশিক্ষণ পেলে নন্দিনী, আরো বড় সাফল্য পেতে পারে। ছাত্রীর এই বিরাট সাফল্যে খুশি প্রশিক্ষক রাজদীপ কারক। এই পরিস্থিতিতে মেয়েকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তার বাবা নকুল সাঁতরা। তিনি জানিয়েছেন, সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিলে নন্দিনীর এগিয়ে চলার পথটা আরও সুগম হতে পারে।
শুভজিৎ ঘোষ




